জিতবে রাশিয়াই, বলছে বিড়ালের ‘ভবিষ্যৎবাণী’
Last Updated:
#মস্কো: অপেক্ষার অবসান ৷ আজ, বৃহস্পতিবার থেকে শুরু ফুটবলের বিশ্বযুদ্ধ ৷ নিজেদের সেরাটা দিতে তৈরি বিশ্বকাপে কোয়ালিফাই করা ৩২টি দেশই ৷ আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আয়োজক দেশ রাশিয়া এবং সৌদি আরব ৷ র্যাঙ্কিংয়ে দু’দলের মধ্যে খুব বেশি হেরফের না হলেও একজন বিশেষ ‘ভবিষ্যৎবক্তা’ কিন্তু বলে দিচ্ছে আজ জিতবে রাশিয়াই !
সেই বিশেষ ভবিষ্যৎবক্তা অবশ্য কোনও মানুষ নন, একটি ধবধবে সাদা বিড়াল ৷ নাম অ্যাকিলিস ৷ অতীতে অক্টোপাস ‘পল’ বা হাতি ‘নেলি’-কে বিশ্বকাপের ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করতে দেখা গিয়েছে ৷ এবছর সেই ভূমিকায় রয়েছে বিড়াল অ্যাকিলিস ৷ প্রতিটি ম্যাচেরই সে ভবিষ্যৎবাণী করবে ৷ প্রথম ম্যাচে অবশ্য সৌদি আরব নয়, অ্যাকিলিসের পছন্দ আয়োজক দেশ রাশিয়াই ৷
advertisement
advertisement
অ্যাকিলিসের সামনে বুধবার দু’টি খাবারের বাটি রাখা হয়েছিল। একটা রাশিয়ার জাতীয় পতাকা-সহ বাটি এবং অন্যটি সৌদি আরবের। অ্যাকিলিস কিন্তু শেষপর্যন্ত রাশিয়ার পতাকা দেওয়া বাটিটাই বেছে নিয়েছে। শেষ আট মাসে একটা ম্যাচেও জেতেনি রাশিয়া। কিন্তু অ্যাকিলিস বলে দিচ্ছে, আজ বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতবে আয়োজক দেশই।
advertisement
Veterinarians in St. Petersburg are warming up for the FIFA #WorldCup by training Achilles the cat to pick the big winner pic.twitter.com/WxRn9iffWH
— Reuters Top News (@Reuters) June 10, 2018
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 14, 2018 8:42 AM IST