নতুন রেকর্ডের সামনে রোনাল্ডো, ইতালি সেরা জুভেন্তাস
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এই নিয়ে টানা ৯ বার সিরি-আ জয়ের নতুন নজির তৈরি করল রোনাল্ডোর জুভেন্তাস। এবার নিয়ে ৩৬ বার ইতালি সেরা জুভেন্তাস।
লিওনেল মেসি পারেননি! করে দেখালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগে নামার আগে ইতালির ঘরোয়া সেরার মুকুট রোনাল্ডোর জুভেন্তাসের। রবিবার রাতে সাম্পদোরিয়াকে ২-০ হারিয়ে লিগ খেতাব নিশ্চিত করে ফেলল ইতালিয়ান জায়ান্টরা। এই নিয়ে টানা ৯ বার সিরি-আ জয়ের নতুন নজির তৈরি করল রোনাল্ডোর জুভেন্তাস। এবার নিয়ে ৩৬ বার ইতালি সেরা জুভেন্তাস।
ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে রোনাল্ডোর গোলে এগিয়ে যায় জুভেন্তাস। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ফ্রেডরিক। ৩১ গোল করে ইতালি লিগে লাজিওর ইমমোবাইলের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

advertisement
কোভিড পরবর্তী পর্যায়ে রোনাল্ডোর নামের পাশে দশ গোল। সিরি এ, লা লিগা, বুন্দেশলিগা! ইউরোপের প্রথম সারির লিগে কোন তারকা দৌড়ে ধারেপাশে নেই পর্তুগিজ তারকার। সিরি আ-তে এক মরশুমে সর্বোচ্চ গোল করার নজির রয়েছে ফেলিস বোরেলের। ১৯৩৩-৩৪ মরশুমে বোরেলের ৩২ গোলের নজির আজও অক্ষত। চলতি মরশুমে রোনাল্ডোর গোল সংখ্যা ৩১। ২ অগাস্ট রোমার বিরুদ্ধে জালে বল জড়াতে পারলেই ইতালির ঘরোয়া ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নজির ছুঁয়ে ফেলবেন ক্রিস্চিয়ানো রোনাল্ডো। ২০১৮ মরশুমে ১০০ মিলিয়ন ইউরো খরচ করে পর্তুগিজ তারকা কে এনেছিল জুভেন্তাস। সিরি আ-র পর রোনাল্ডোর পাখির চোখ এখন চ্যাম্পিয়নস লিগ।
advertisement
PARADIP GHOSH
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2020 4:17 PM IST