ড্র করলেই নকআউটে ব্রাজিল, মরণবাঁচন ম্যাচে কামড় দিতে তৈরি সার্বিয়াও

Last Updated:

গ্রুপ শীর্ষে। তবে নকআউটে নিশ্চিত নয় ব্রাজিল।

#সেন্ট পিটার্সবার্গ: গ্রুপ শীর্ষে। তবে নকআউটে নিশ্চিত নয় ব্রাজিল। সার্বিয়ার বিরুদ্ধে ড্র করলেই সেলেকাওদের আর চিন্তা নেই। মরণবাঁচন ম্যাচে সার্বিয়াও কামড় দিতে তৈরি।
বুধবার আরও একবার কুটিনহো শো। নেইমারকে নিয়ে অনেক কথা হলেও এই তারকা ব্রাজিল দলের সবথেকে ধারাবাহিক। দুম্যাচে শুধু দু গোল নয়, গোটা দলকে খেলাচ্ছেন। ব্রাজিল শেষ ম্যাচে প্রতিপক্ষ সার্বিয়া। ম্যাচ ড্র রাখলেই গ্রুপের বাধা পেরোবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
advertisement
advertisement
সার্বিয়ার বিরুদ্ধে ৪-৩-৩ ছকে দল নামাতে চান কোচ তিতে। সামনে নেইমার, জেসুস ও উইলিয়ান। তাঁদের বল জোগাবেন পাওলিনহো, কুটিনহো ও ক্যাসিমারো। ব্রাজিল টিমের ইতিবাচক দিক নেইমার গোলে ফেরা এবং কুটিনহোর গোলের মধ্যে থাকা। সার্বিয়ানদের উচ্চতায় সমস্যায় পড়তে পারে ব্রাজিল ডিফেন্স।
শেষ ম্যাচে হেভিওয়েট প্রতিপক্ষ। জিতলেই ইতিহাসে পৌঁছে যাবে সার্বিয়া। মেগা ম্যাচের আগে সার্বিয়া শিবির বুঝিয়ে দিয়েছে তারা হাল ছাড়বে না। সহকারী কোচ মিলান রাস্তাভাকের কথায় ব্রাজিল খুবই কঠিন প্রতিপক্ষ। ওরা নিজেদের সবদিক থেকেই এগিয়ে রাখতে চাইবে। এ ম্যাচ সহজ হবে না। সার্বিয়া জয়ের জন্য ঝাঁপাবে।
advertisement
সার্বিয়ার নাছোড় মনোভাব, ব্রাজিলের টিমগেম। গ্রুপ এফ-এর শেষ ম্যাচ অনেক সমীকরণ তৈরি করতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ড্র করলেই নকআউটে ব্রাজিল, মরণবাঁচন ম্যাচে কামড় দিতে তৈরি সার্বিয়াও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement