#সেন্ট পিটার্সবার্গ: গ্রুপ শীর্ষে। তবে নকআউটে নিশ্চিত নয় ব্রাজিল। সার্বিয়ার বিরুদ্ধে ড্র করলেই সেলেকাওদের আর চিন্তা নেই। মরণবাঁচন ম্যাচে সার্বিয়াও কামড় দিতে তৈরি।
বুধবার আরও একবার কুটিনহো শো। নেইমারকে নিয়ে অনেক কথা হলেও এই তারকা ব্রাজিল দলের সবথেকে ধারাবাহিক। দুম্যাচে শুধু দু গোল নয়, গোটা দলকে খেলাচ্ছেন। ব্রাজিল শেষ ম্যাচে প্রতিপক্ষ সার্বিয়া। ম্যাচ ড্র রাখলেই গ্রুপের বাধা পেরোবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সার্বিয়ার বিরুদ্ধে ৪-৩-৩ ছকে দল নামাতে চান কোচ তিতে। সামনে নেইমার, জেসুস ও উইলিয়ান। তাঁদের বল জোগাবেন পাওলিনহো, কুটিনহো ও ক্যাসিমারো। ব্রাজিল টিমের ইতিবাচক দিক নেইমার গোলে ফেরা এবং কুটিনহোর গোলের মধ্যে থাকা। সার্বিয়ানদের উচ্চতায় সমস্যায় পড়তে পারে ব্রাজিল ডিফেন্স।
শেষ ম্যাচে হেভিওয়েট প্রতিপক্ষ। জিতলেই ইতিহাসে পৌঁছে যাবে সার্বিয়া। মেগা ম্যাচের আগে সার্বিয়া শিবির বুঝিয়ে দিয়েছে তারা হাল ছাড়বে না। সহকারী কোচ মিলান রাস্তাভাকের কথায় ব্রাজিল খুবই কঠিন প্রতিপক্ষ। ওরা নিজেদের সবদিক থেকেই এগিয়ে রাখতে চাইবে। এ ম্যাচ সহজ হবে না। সার্বিয়া জয়ের জন্য ঝাঁপাবে।
সার্বিয়ার নাছোড় মনোভাব, ব্রাজিলের টিমগেম। গ্রুপ এফ-এর শেষ ম্যাচ অনেক সমীকরণ তৈরি করতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, Brazil, FIFA 2018, Match Review, Serbia