রোনাল্ডো পেলেন না গোল, তবু জিতল পর্তুগাল, দেখুন ভিডিও
Last Updated:
বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে দারুণ জয় পর্তুগালের ৷ পর্তুগালের জার্সিতে এর আগের প্রীতি ম্যাচে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷
#লিসবন : বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে দারুণ জয় পর্তুগালের ৷ পর্তুগালের জার্সিতে এর আগের প্রীতি ম্যাচে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নেমে গোল না পেলেও গোল করালেন সিআর সেভেন ৷
এদিন আলজেরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতল পর্তুগাল ৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক তরুণ গুয়েদেস ৷ ১৭ মিনিটে দলের হয়ে প্রথম খাতা খোলেন গুয়েদেস ৷ দলের গুরুত্বপূর্ণ প্লে মেকার হয়ে উঠছেন বার্নার্দো সিলভা ৷ এদিনের প্রথম গোলেরও নায়ক তিনিই ৷ দারুণ হেডারে গুয়েদেসের পায়ে বল পৌঁছে দেন ৷
advertisement
বান্ধবী জর্জিনা রডরিগেজের সঙ্গে ছুটি কাটিয়ে সদ্যই দলে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ এদিন তিনি নেপথ্যে থেকে ম্যাচ খেলালেন ৷ ৩৭ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজ গোল করেন ৷ এই গোলটি করালেন সিআর সেভেন ৷ এদিনের ম্যাচে কখনও কখনও তাঁকে শ্লথ মনে হলেও তাঁর বিশ্বমানের ফুটবলের কাছে সবই ফিকে ৷ তাঁর পাঠানো ক্রস সহজ হেডে আলজেরিয়ায় জালে জড়িয়ে দেন ফার্নান্ডেজ ৷
advertisement
advertisement
২-০ গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে পর্তুগাল ৷ ৫৭ মিনিটে নিজের দ্বিতীয়টি সেরে নেন গনকালো গুয়েদেস ৷ গুরেরিও-র ক্রস দারুণ হেডারে জালে জড়িয়ে দেন ৷
এদিন ম্যাচে ৭৪ মিনিট অবধি মাঠে থাকলেও নিজে গোল পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2018 1:18 PM IST