ফ্যানদের মুখে হাসি ফোটালেন মেসি-রোজোরা, জিতে শেষ ১৬-য় আর্জেন্টিনা

Last Updated:

সেন্ট পিটার্সবার্গে শাপমোচন ৷ নইলে রোজো গোল করার পরই মেসি উঠে পড়লেন তাঁর সতীর্থ কাঁধে ৷

আর্জেন্টিনা (২) (মেসি, রোজো) - নাইজেরিয়া (১) (মোসেস)
#সেন্ট পিটার্সবার্গ : সেন্ট পিটার্সবার্গে শাপমোচন ৷ নইলে রোজো গোল করার পরই মেসি উঠে পড়লেন তাঁর সতীর্থ কাঁধে ৷ মেসি -র মাঠে আবেগের বহিঃপ্রকাশ বেশ খানিকটা নিয়ন্ত্রিত ৷ কিন্তু চাপের প্রেসার কুকারে ঢুকে থাকা একটা দল যে কি মারাত্মক অবস্থায় ছিল তা বোধহয় মেসির এই সেলিব্রেশনটা বুঝিয়ে দিল ৷
advertisement
মস্কো-বুয়েনস আয়ার্স- কলকাতা ৷ ভৌগোলিক দূরত্ব সামাজিক -অর্থনৈতিক পরিকাঠামো যাই হোক না কেন ৷ মঙ্গলবারের রাতে আর্জেন্টিনা ফ্যানদের অবস্থাটা একই ছিল নিঃসন্দেহে বলা যায় ৷ তাই রোজোর শট যখন নাইজেরিয়ার গোলে ঢুকে গেল তখন সর্বত্রই যেন শাপমোচনের আনন্দ ৷
advertisement
Photo Courtesy - Reuters Photo Courtesy - Reuters
advertisement
ডু অর ডাই এই ট্যাগলাইন  নিয়ে দুর্ভাগ্যক্রমে মেসি ব্রিগেডকে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই নামতে হয়েছিল ৷ জিততেই হবে নইলে ২০১৮ বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে যাবে ৷  এই অবস্থায় ম্যাচের শুরুতেই গোল তুলে নেন লিওনেল মেসি ৷  নাইজেরিয়া রক্ষণকে মাত দিয়ে বানেগার বাড়ানো বল বিপক্ষের জালে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি তিনি ৷ দল এগিয়ে যায় ১-০ গোলে ৷
advertisement
এরপরেও একের পর  আর্জেন্টিনা আক্রমণ ঝাঁপিয়ে পড়লেও ব্যবধান বাড়েনি ৷ প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে এগিয়ে ৷  ৪৯ মিনিটে অভিজ্ঞ ম্যসাচেরানোর ভুলের খেসারত দিতে হয় নীল সাদা ব্রিগেডকে ৷ বক্সের মধ্যে ফাউল করার কারণে পেনাল্টি পায় নাইজেরিয়া ৷ যদিও রেফারি VAR- র রেফারেন্স নেন৷  কোনও ভুল করেননি মোসেস ৷ তিনি গোল করে দলকে সমতায় ফেরান ৷
advertisement
তাহলে কি বিশ্বকাপের আশা সত্যিই শেষ হয়ে গেল যখন ভাবছেন আর্জেন্টাইন ফ্যানরা, তখন গোলের জন্য মাঠে মেসিদের মরিয়া লড়াই ৷ তবে হিগুয়েন বেশ খারাপ খেললেন এদিনও ৷ সাজিয়ে দেওয়া বল গোলে রাখতে ব্যর্থ তিনি ৷ সমর্থকদের দেওয়া ‘গোল কানা’ তকমাটাকেই জাস্টিফাই করলেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড ৷
তবে ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’ কায়দায়  ম্যাচের ৮৬ মিনিটে দারুণ এক গোল করে দলকে, দেশকে, সারা বিশ্বের ফ্যানদের কাঙ্খিত কাজটি করে ফেলেন ৷ মার্সেলোর ক্রশ ডান পায়ে গোলে ঢুকিয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার ৷
advertisement
প্রি-কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে দিদিয়ের দেশ্যঁ-র ফ্রান্স ৷ আপাতত সেই চিন্তা ভুলিয়ে জয়ের আনন্দে বুঁদ আট থেকে আশি ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফ্যানদের মুখে হাসি ফোটালেন মেসি-রোজোরা, জিতে শেষ ১৬-য় আর্জেন্টিনা
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement