ISL 2020: ভারতীয় ফুটবলে ইতিহাস, আইএসএলের প্রথম ডার্বিতে এস সি ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে জিতল এটিকে মোহনবাগান

Last Updated:

ধুন্ধুমার আইএসএলের প্রথম ডার্বি৷ ২ টি ম্যাচের ২ টি জিতে লিগ টেবলের শীর্ষে এটিকে মোহনবাগান৷

#গোয়া : রয় কৃষ্ণার দুরন্ত গোলে আইএসএলের প্রথম ডার্বিতে এগিয়ে গিয়েছিল এটিকে মোহনবাগান৷ আর মনভীরের গোলে সেই স্কোরলাইনকে ২-০ গোল করে দলকে এনে দিল জয় ৷ আইএসএলের প্রথম ডার্বিতে ২-০ গোলে জিতল এটিকে মোহনবাগান৷ অন্যদিকে লড়েও হারল এসসি ইস্টবেঙ্গল৷
কলকাতা ডার্বি এবার নতুন মোড়কে৷ চেনা মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের লড়াইতে এখন অন্য নাম৷ এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গলের লড়াইতে এদিন অন্যরকম ছিল আরও অনেক কিছু ৷
গোয়ার সাগর পাড়ে চেনা সম্মানের লড়াইতে মুখোমুখি হয়েছিল ATK Mohun Bagan এবং SC East Bengal ৷ মাঠে লক্ষ ফ্যানেদের উপস্থিতি গর্জন এগুলো কিছুই ছিল না৷ তবুও করোনা অতিমারির কালে ভারতীয় ফুটবলে এদিন রচিত হল নতুন ইতিহাস৷
advertisement
advertisement
এই মরশুমে আগে থেকেই যেখানে ঠিক হয়ে গিয়েছিল এটিকে-র সঙ্গে গাঁটছড়া বেঁধে খেলছে মোহনবাগান৷ কিন্তু ইস্টবেঙ্গলের খেলাটা অনেকটা অনিশ্চিত ছিল ৷ সেই অনিশ্চয়তা কাটিয়ে অবেশেষ নতুন মঞ্চে নতুন রূপে কলকাতা ডার্বি৷ এদিন শুরু থেকে আক্রমণাত্মক শুরু করেছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুপক্ষই৷ প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করলেও এদিনের ম্যাচে তিনটি পরিবর্তন করেছিল মোহনবাগান৷
advertisement
রবি ফাউলারের ফুটবল মস্তিষ্ক বনাম অ্যান্তেনিও লোপেজ হাবাসের বুদ্ধির লড়াইতে হাবাস এদিন একটু রক্ষণাত্মক খেলায় জোর দিয়েছিলেন৷ অন্যদিকে ওপেন আক্রমণে ভরসা ছিল ইস্টবেঙ্গলের৷ এদিনে ম্যাচের আট মিনিটেই চমৎকার সুযোগ পেয়েছিলেন অ্যান্থনি পিলিংটন ৷ কিন্তু ভাগ্য সাথ না দেওয়ায় শট নেওয়ার মুহূর্তে পা আটকে যাওয়ায় তিনি অপূর্ব সুযোগকে গোলে কনভার্ট করতে পারেননি৷
advertisement
১২ মিনিটে বাগানের প্রথম ফ্রি কিক কার্যকরী হয়নি এরপর প্রবীর দাসের দুরন্ত ক্রসকে প্রতিহত করেন লাল হলুদ গোলরক্ষক দেবজিৎ মজুমদার৷ এটা ছিল এদিনের দেবজিতের দুরন্ত পারফরম্যান্সের ট্রেলর৷ এরপর তিনি একের পর এক বাগান আক্রমণ প্রতিহত করেন৷ এদিন প্রথমার্ধে ইস্টবেঙ্গলের পাসিং ফুটবল চাপে রেখেছিল বাগানকে৷ নিখুঁত পাস ও একাধিক আক্রমণে তারা ছিল দারুণ ৷ কিন্তু এদিন বাগানের রক্ষণ যতটা ভালো তৈরি ছিল তাতে ইস্টবেঙ্গলের আক্রমণ মাঝমাঠেই বারেবারে প্রতিহত হয়ে যাচ্ছিল ৷
advertisement
খেলার ২২ মিনিটে বাগানের হ্যাভিয়ের ফার্নান্ডেজকে ট্যাকেল করার জন্য রেফারি বলবন্তকে হলুদ কার্ড দেখান৷ এদিন প্রথমার্ধে বাগানের হয়ে একাধিক আক্রমণ তৈরি করে দেন দারুণ ছন্দে থাকা প্রবীর দাস৷ অন্যদিকে ইস্টবেঙ্গলের মশালের জ্যোতি দেখা যাচ্ছিল পিলকিংটনের পায়ে৷
৩৬ মিনিটে হার্নান্ডেজের জোরালো শট অসম্ভব দক্ষতায় আটকে দেন দেবজিৎ৷ দারুণ লড়াইতে প্রথমার্ধ শেষ হয় ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান প্রথম আইএসএল ডার্বি৷
advertisement
দ্বিতীয়ার্ধে নেমেই ৪৯ মিনিটে ডেডলক সিচুয়েশন ভাঙে মোহনবাগান৷ হাভি হার্নান্ডেজের বাড়ানো বল লাল হলুদ জালে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি রয়কৃষ্ণা৷ তিনি গোল করে দলকে এগিয়ে দেন৷ বাম পায়ের ইনস্টেপে গোল করে দেন তিনি ৷ ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান৷
মোহনবাগান ম্যাচে এগিয়ে যাবার পরে খেলায় ঝাঁঝ ফেরায় ইস্টবেঙ্গল৷ একের পর এক আক্রমণ তুলে আনে তারা৷ তবে বাগান রক্ষণের বুদ্ধিদীপ্ত খেলায় সেভাবে চাপ পড়েনি বাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ওপর৷ কিন্তু ৮১ মিনিটে অ্যান্থনি পিলিংটনের  সুনির্দিষ্ট গোলার মতো শট আটকে দেন অরিন্দম৷ একদিকে যেখানে এদিন লালগলুদের দেবজিতকে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল সেখানে মোহনবাগানের অরিন্দম অনেক কম চ্যালেঞ্জে ওপেন হয়েছিলেন৷
advertisement
অন্যদিকে ঝটিতি ওঠা কাউন্টার অ্যাটাকে ৮৫ মিনিটে মনভীর দুরন্ত গোল করে মোহনবাগানকে ২-০ গোলে এগিয়ে দেন৷ এদিন ৬৪ মিনিটে তাঁকে পরিবর্ত হিসেবে নামিয়েছিলেন বাগান কোচ অ্যান্তোনিও হাবাস ৷ সেই মর্যাদার দাম দেন তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ISL 2020: ভারতীয় ফুটবলে ইতিহাস, আইএসএলের প্রথম ডার্বিতে এস সি ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে জিতল এটিকে মোহনবাগান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement