লন্ডন: এবারও হল না ৷ পেনাল্টি শ্যুট-আউটই ফের কাল হল ৷ হেরেই মাঠ ছাড়লেন হ্যারি কেনরা ৷ ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে লুক শ-র গোলে এগিয়ে গিয়েও লাভ হল না ইংল্যান্ডের ৷ টাইব্রেকারে ৩-২ গোলে জিতে নিল ইতালি ৷
রবিবার ঘরের মাঠে খানিকটা হলেও এগিয়ে থেকে শুরু করেছিল ইংল্যান্ড ৷ কিন্তু প্রথমার্ধের লিড দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারলেন না তাঁরা ৷ ফলে ম্যাচ গড়াল সেই পেনাল্টি শ্যুট-আউটে ৷ সেখানে বাজিমাত আজুরিদের ৷
In pictures: Celebrations erupt in Rome after Italy beat England on penalty shootout to win the UEFA #Euro2020 tournament pic.twitter.com/bxSffq68Oc
— TRT World Now (@TRTWorldNow) July 11, 2021
ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর রোম এবং ইতালির অন্যান্য শহরের রাস্তায় সমর্থকদের ঢল নামে ৷ করোনা আবহেও নাচ-গান, সেলিব্রেশনে মেতে ওঠেন ইতালির সমর্থকরা ৷ এবারের ইউরো কাপে বেশ কিছু জায়গাতেই খেলার জন্য সংক্রমিতের সংখ্যা বেড়েছে ৷ যার জন্য সংগঠক উয়েফাকে একহাত নিয়েছেন অনেকেই ৷ রবিবার রোমের রাস্তায় সমর্থকদের সেলিব্রেশন দেখে বোঝাই যাচ্ছিল না, যে খেলা হচ্ছে করোনা আবহে ৷ ছিল না কোনও সোশ্যাল ডিস্টেন্সিং ৷ একে অপরকে জড়িয়ে ধরে বিজয়উল্লাসে মেতে ওঠেন ইতালির সমর্থকরা ৷
🇮🇹 𝐄𝐔𝐑𝐎𝐏𝐄𝐀𝐍 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🇮🇹@azzurri | #ITA | #EURO2020 pic.twitter.com/y0pBJIU9s3
— UEFA EURO 2020 (@EURO2020) July 12, 2021
এদিন ম্যাচে প্রথমার্ধ শেষে এগিয়ে ছিল ইংল্যান্ডই ৷ কিন্তু দ্বিতীয়ার্ধে ইতালিকে সমতায় ফেরান বোনাচ্চি ৷ এরপর দু’দলই সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। নির্ধারিত ৯০ মিনিটের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল হয়নি। এরপর টাইব্রেকারে শেষ হাসি হাসেন ইতালিই ৷ ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় রবার্তো মানচিনির দল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: EURO 2020 Copa 2021, Euro Cup 2020, Italy