EURO 2020 Final: নেই সোশ্যাল ডিস্টেন্সিং ! করোনা আবহেও রোমের রাস্তায় বিজয় উৎসবে মাতলেন ইতালির সমর্থকরা

Last Updated:

Italy supporters celebration after Euro 2020 football triumph: ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর রোম এবং ইতালির অন্যান্য শহরের রাস্তায় সমর্থকদের ঢল নামে ৷ করোনা আবহেও নাচ-গান, সেলিব্রেশনে মেতে ওঠেন তাঁরা ৷

Photo Source: Twitter
Photo Source: Twitter
লন্ডন: এবারও হল না ৷ পেনাল্টি শ্যুট-আউটই ফের কাল হল ৷ হেরেই মাঠ ছাড়লেন হ্যারি কেনরা ৷ ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে লুক শ-র গোলে এগিয়ে গিয়েও লাভ হল না ইংল্যান্ডের ৷ টাইব্রেকারে ৩-২ গোলে জিতে নিল ইতালি ৷
রবিবার ঘরের মাঠে খানিকটা হলেও এগিয়ে থেকে শুরু করেছিল ইংল্যান্ড ৷ কিন্তু প্রথমার্ধের লিড দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারলেন না তাঁরা ৷  ফলে ম্যাচ গড়াল সেই পেনাল্টি শ্যুট-আউটে ৷ সেখানে বাজিমাত আজুরিদের ৷
advertisement
advertisement
ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর রোম এবং ইতালির অন্যান্য শহরের রাস্তায় সমর্থকদের ঢল নামে ৷ করোনা আবহেও নাচ-গান, সেলিব্রেশনে মেতে ওঠেন ইতালির সমর্থকরা ৷ এবারের ইউরো কাপে বেশ কিছু জায়গাতেই খেলার জন্য সংক্রমিতের সংখ্যা বেড়েছে ৷ যার জন্য সংগঠক উয়েফাকে একহাত নিয়েছেন অনেকেই ৷ রবিবার রোমের রাস্তায় সমর্থকদের সেলিব্রেশন দেখে বোঝাই যাচ্ছিল না, যে খেলা হচ্ছে করোনা আবহে ৷ ছিল না কোনও সোশ্যাল ডিস্টেন্সিং ৷ একে অপরকে জড়িয়ে ধরে বিজয়উল্লাসে মেতে ওঠেন ইতালির সমর্থকরা ৷
advertisement
এদিন ম্যাচে প্রথমার্ধ শেষে এগিয়ে ছিল ইংল্যান্ডই ৷ কিন্তু দ্বিতীয়ার্ধে ইতালিকে সমতায় ফেরান বোনাচ্চি ৷ এরপর দু’দলই সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। নির্ধারিত ৯০ মিনিটের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল হয়নি। এরপর টাইব্রেকারে শেষ হাসি হাসেন ইতালিই ৷ ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় রবার্তো মানচিনির দল ৷
বাংলা খবর/ খবর/খেলা/
EURO 2020 Final: নেই সোশ্যাল ডিস্টেন্সিং ! করোনা আবহেও রোমের রাস্তায় বিজয় উৎসবে মাতলেন ইতালির সমর্থকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement