‘‘ ডার্বিতে ইস্টবেঙ্গলই ফেভারিট...’’, দাবি বাগানের সহকারি কোচের
Last Updated:
অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। রবিবাসরীয় আই লিগ ডার্বির আগে দাবি, মোহনবাগানের সহকারি কোচ শঙ্করলাল চক্রবর্তীর।
#কলকাতা: অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। রবিবাসরীয় আই লিগ ডার্বির আগে দাবি, মোহনবাগানের সহকারি কোচ শঙ্করলাল চক্রবর্তীর। বিশেষজ্ঞদের মতে, বল পড়ার আগে এই দাবি করে লাল-হলুদের উপর মানসিক চাপ বাড়ানোর চেষ্টা করলেন সঞ্জয় সেনের ডেপুটি।
সম্প্রীতির ডার্বি। ৬৮ হাজারের হাতছানি। তৈরি বিশ্বকাপের মাঠ যুবভারতী। ছিয়ানব্বই বছরেও ভারতীয় ফুটবলের সেরা ইউএসপির জন্য উত্তপ্ত হতে শুরু করল শীতের কলকাতা। সকালে ইস্টবেঙ্গল। বিকেলে মোহনবাগান। শুক্রবার সল্টলেকের অনুশীলন মাঠে গা ঘামিয়ে নিল দু’দলই। মাঠে নামার আগেই খালিদ অ্যান্ড কোম্পানির উপর চাপ বাড়াতে লাল-হলুদ এগিয়ে বলেই দাবি করলেন শঙ্করলাল চক্রবর্তী।
advertisement
advertisement
চতুর্থীর শিলিগুড়িতে এগিয়ে গিয়েও ইস্টবেঙ্গলের কাছে আটকে গিয়েছিল মোহনবাগান। এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে সাতবার লিগ ঘরে তুলেছিলেন আমনা-প্লাজারা। এবার দুটি দলই এক পয়েন্ট নিয়ে মাঠে নামবে। অনলাইনে টিকিট। বিশ্বকাপের নিরাপত্তা। মঞ্চ তৈরিই আছে। ঘটি-বাঙালের আবেগের ম্যাচে এখন অপেক্ষা শুরু কিক-অফের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 02, 2017 11:42 AM IST