অঘটনের বিশ্বকাপে আটকে গেল ব্রাজিলও, জুবেরের গোলে স্তব্ধ সেলেকাওরা

Last Updated:

ব্রাজিল ১ ( ফিলিপে কুটিনহো- ২০’), সুইৎজারল্যান্ড ১ (জুবের- ৫০’ )

ব্রাজিল: ১ ( ফিলিপে কুটিনহো- ২০’)
সুইৎজারল্যান্ড: ১ (জুবের- ৫০’ )
#রস্তোভ: এ যেন অঘটনের বিশ্বকাপ ! বিশ্বকাপ জয়ের প্রবল দাবিদার প্রত্যেক দলগুলোরই শুরুটা তেমন ভাল কিছু হল না ৷ মেসির আর্জেন্টিনার মতো নিজেদের প্রথম ম্যাচে আটকে গেল সুইৎজারল্যান্ডও ৷ ম্যাচ ড্র হল ১-১ গোলে ৷
advertisement
যে উচ্ছ্বাস নিয়ে ব্রাজিল সমর্থকরা এদিন মাঠ ভরিয়েছিলেন, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ নেইমাররা আটকে যাওয়ায় মুখ গম্ভীর করেই বাড়ি ফিরলেন তাঁরা। ১৯৭৮ সালের পর ফের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করল ব্রাজিল ৷ সেবছর সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা ৷ এবছর সুইসদের বিরুদ্ধে প্রথমে গোল করে এগিয়ে গেলেও জুবেরের গোলে স্তব্ধ সেলেকাওরা ৷
advertisement
প্রথমবার বিশ্বকাপ খেলা আইসল্যান্ডের বিরুদ্ধে শনিবার মেসির আর্জেন্টিনা আটকে যাওয়ার পর হাসি ফুটেছিল ব্রাজিল সমর্থকদের মনে ৷ কিন্তু সেই হাসি খুব বেশি সময় স্থায়ী হল না ৷ ফিফা ক্রম পর্যায় নেইমারদের থেকে চার ধাপ পিছিয়ে থাকা সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ব্রাজিলকে ৷ পাশাপাশি মেসি-রোনাল্ডো-নেইমারের লড়াইয়ে প্রথম রাউন্ডের শেষে কিন্তু এগিয়ে সিআরসেভেনই ৷
advertisement
Df6uhUwXUAMRK63 (1)
এদিন ম্যাচের ২০ মিনিটেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন কুটিনহো ৷ কিন্তু সেই সেলিব্রেশন খুব বেশি সময় ধরে রাখতে পারেননি ব্রাজিলীয়রা ৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই সুইৎজারল্যান্ডকে সমতায় ফেরান স্টিভেন জুবের ৷ কর্নার থেকে হেডে দুরন্ত গোল করেন তিনি ৷ বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগের থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন সুইসরা ৷ গত ২৩টি ম্যাচে এখনও পর্যন্ত তারা হেরেছে মাত্র একটি ম্যাচে ৷ সেটা পর্তুগালের বিরুদ্ধে গত বছর অক্টোবরে ৷ রবিবার ফেভারিট ব্রাজিলের বিরুদ্ধেও অপরাজিত থাকল তারা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অঘটনের বিশ্বকাপে আটকে গেল ব্রাজিলও, জুবেরের গোলে স্তব্ধ সেলেকাওরা
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement