Messi -Koeman : মেসিহীন বার্সেলোনাকে ভয় পায় না কেউ, বলছেন কোচ

Last Updated:

নিজেদের ম্যাচের পাশাপাশি মেসির না থাকা নিয়েও কথা বললেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোমান। মেসির না থাকার কারণে প্রকারান্তরে বার্সেলোনার শক্তি যে কমে গিয়েছে, সেটাও স্বীকার করলেন এই ডাচ্‌ কোচ।

মেসি বার্সেলোনা ছেড়েছেন কিছুদিন হল। মেসি আর বার্সেলোনা, ব্যাপারটাই এখন ইতিহাসের বিষয়। কাল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে মেসিকে যেন আরও বড় করে অনুভব করল। প্রথমে গোল হজম করা, পরে ম্যাচে ফিরে আসা। কিন্তু শেষদিকে আরেকটা গোল করেও ম্যাচটা জেতা হয়নি বার্সেলোনার।
এমন পরিস্থিতিতে গোল করে বছরের পর বছর ধরে অবিশ্বাস্যভাবে বার্সেলোনাকে ম্যাচ জিতিয়েছেন লিওনেল মেসি। কাল তো মেসি ছিলেন না, তাই শেষমেশ ঘুরে দাঁড়িয়েও অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। নিজেদের ম্যাচের পাশাপাশি মেসির না থাকা নিয়েও কথা বললেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোমান। মেসির না থাকার কারণে প্রকারান্তরে বার্সেলোনার শক্তি যে কমে গিয়েছে, সেটাও স্বীকার করলেন এই ডাচ্‌ কোচ।
advertisement
advertisement
মেসি না থাকার কারণে অন্য দলগুলো যে এখন বার্সেলোনাকে আগের মতো ভয় পায় না, সরাসরি স্বীকার করেছেন কোমান, ‘আমি সব সময় এক জিনিস নিয়ে কথা বলতে পছন্দ করি না, কিন্তু আমরা যখন মেসিকে নিয়ে কথা বলি, এমন একজনকে নিয়ে কথা বলছি, যে কিনা বিশ্বের সেরা খেলোয়াড়। প্রতিপক্ষ দলগুলো আমাদের বেশি ভয় পেত, যখন মেসি এখানে ছিল।’
advertisement
মেসি নেই, তাও দুই ম্যাচ পর লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ৩৮ ম্যাচ পর দলটার অবস্থান একই থাকে কি না, দেখা যাক! মেসিহীন বার্সেলোনার কাছে সেটাই হবে সবচেয়ে বড় অর্জন। মেসি না থাকার কারণে বার্সেলোনারও যে খেলতে সমস্যা হচ্ছে, এটাও বোঝেন কোমান, ‘আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা অনেক সুবিধাজনক ছিল। কোনোভাবে বল মেসির পায়ে পাঠাতে পারলেই আপনি নিশ্চিত থাকবেন যে ও বল হারাবে না অন্তত। আমাদের খেলা দেখে আপনি বুঝতে পারবেন যে মেসি নেই। ব্যাপারটা আমরা জানি, কিন্তু এ নিয়ে আমাদের কিছু করার নেই।’
advertisement
ভুল বলেননি ডাচ কোচ। আগে মেসি থাকলে বার্সেলোনার খেলায় যতটা দাপট দেখা যেত, ততটা আর দেখা যাচ্ছে না। বল দখলে রাখার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে দল। কিন্তু এসব বলে আর লাভ নেই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Messi -Koeman : মেসিহীন বার্সেলোনাকে ভয় পায় না কেউ, বলছেন কোচ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement