বল পায়ে কলকাতা ময়দানে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কাফু, নস্টালজিয়ায় ভাসলেন মন্ত্রীমশাই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
কলকাতা পুলিশের উদ্যোগে ২৫ তম ফ্রেন্ডশিপের কাপের শুভ সূচনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিলের দুবারের বিশ্বকাপ জয়ী কিংবদন্তী ফুটবলার কাফু। বল পায়ে কলকাতা ময়দান কাপালেন কিংবদন্তী ফুটবলার।
#কলকাতা: বল নিয়ে ছুটছেন বিশ্বকাপ জয়ী কাফু। বিপক্ষে অ্যালভিটো ডিকুনহা, লিয়েন্ডার পেজ, মনোজ তিওয়ারি সহ অন্যান্যরা। এখানেই শেষ নয় জার্সি গায়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহা সরকার থেকে লালবাজারে একাধিক কর্তা। শনিবার বিকেলে এমনই এক বন্ধুত্বপূর্ণ ম্যাচের সাক্ষী থাকল কলকাতার ময়দান। একইসঙ্গে সূচনা হয়ে গেল কলকাতা পুলিশের উদ্যোগে ২৫ তম ফ্রেন্ডশিপের কাপের।
এই প্রতিযোগিতা আগামী তিন মাস ধরে কলকাতা পুলিশে বিভিন্ন ডিভিশনে পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হবে ফুটবল ম্যাচ। আর ম্যাচ থেকেই প্রতিভাবান ফুটবলার বাছাইয়ের পর্ব শেষে তাদের বিদেশে প্রশিক্ষণেও পাঠানোর ব্যবস্থা করা হবে কলকাতা পুলিশের তরফে। শনিবার মহামেডান স্পোর্টিংয়ের মাঠে শুভ সূচনা হল এবারের টুর্নামেন্টের।

advertisement
advertisement
এই অনুষ্ঠান অংশ নেন বিশ্বকাপ ফুটবল জয়ী ব্রাজিলের প্রাক্তন তারকা কাফু। ছিলেন তার স্ত্রীও। এছাড়াও মনোজ তিওয়ারি, লিয়েন্ডার পেজ, অ্যালভিটো ডিকুনহার মত তারকা খেলোয়াড়রা। ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে অংশ নিতে পেরে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানান কাফু। সস্ত্রীক উপস্থিত কাফুকে সম্বর্ধনা জানানো হয় কলকাতা পুলিশের তরফে।
ব্রাজিলের দুবারের বিশ্বকাপ জয়ী কিংবদন্তী ফুটবলার কাফুকে কাছ থেকে দেখতে পেয়ে নস্টালজিক হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন,'ব্রাজিলের সমর্থক তিনি, এটা তার কাছে সৌভাগ্য যে কাফুর সাথে তিনি মঞ্চ ভাগ করে নিতে পারলেন। কলকাতা পুলিশের উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন তিনি।'
advertisement
প্রসঙ্গত, আসন্ন ফুটবল বিশ্বকাপে নেইমারদের চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন কাফু। তার কারণ তাঁর মতে ব্রাজিল শুধু নেইমার-নির্ভর নয়। ভিনিসিয়াস জুনিয়র, পাকুয়েতার মতো একাধিক ফুটবলার রয়েছেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর জন্য। অনুষ্ঠান শেষে ভারতীয় ফুটবল নিয়ে মুখ খোলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। আগামী দিনে বিশ্বকাপে ভারতকে খেলতে দেখতে পেলে খুশি হবেন বলে জানালেন কাফু।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2022 7:01 PM IST