Fifa World Cup 2026: ২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশ, কবে শুরু কবে মেগা ফাইনাল? রইল সব আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Fifa World Cup 2026 Match Schedule: ৪৮টি দেশ নিয়ে হবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। এবার জানা গেল কবে-কোথায় হবে বিশ্বকাপেল সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যে আরও বড় আকার পেতে চলেছে তা আগেই জানা গিয়েছিল। এই প্রথমবার ফুটবল বিশ্বকাপে খেলতে চলেছে ৪৮টি দেশ। ৩টি দেশ যৌথভাবে আয়োজন করবে ২৬-এ ফুটবলের বিশ্বযুদ্ধের আসর। আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় বসছে বিশ্বকাপের আসর। এবার জানা গেল কবে-কোথায় হবে বিশ্বকাপের গ্রুপ পর্ব, সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ।
২০২৬ সালের ১১ জুন ঢাকে কাঠি পড়বে ফুটবল বিশ্বকাপের। মেক্সিকোতে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এস্তাদিও আসতেকায় স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে মেক্সিকো। ২০২৬ বিশ্বকাপে একই দিনে দুটি সেমিফাইনাল হতে চলেছে। ১৪ জুলাই ডালাস স্টেডিয়ামে হবে এই দুটি ম্যাচ। ২০২৬ সালের ১৮ জুলাই হতে চলেছে বিশ্বকাপের তৃতীয় স্থানাধিকারী ম্যাচ। মিয়ামিতে হবে ম্যাচ। দীর্ঘ লড়াইয়ের পর ১৯ জুলাই হবে বিশ্বকাপের মেগা ফাইনাল। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে সেই লড়াই হবে। এক ঝলকে দেখে নিন বিশ্বকাপের সব ম্যাচের সূচি।
advertisement
🇺🇸 The #FIFAWorldCup 26 final is headed to New York New Jersey!#WeAre26
— FIFA World Cup (@FIFAWorldCup) February 4, 2024
advertisement
প্রসঙ্গত, ৪৮টি দেশের বিশ্বকাপ হওয়ায় ২০২৬ সালে মোট ১০৪টি ম্যাচ হবে। মোট ১৬টি শহরে ম্যাচ হবে। তারমধ্যে সবথেকে বেশি ম্যাচ পাচ্ছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস শহরে বিশ্বকাপের সবচেয়ে বেশি ৯টি ম্যাচ হবে। ইতিমধ্যেই বিশ্বকাপ উপলক্ষ্যে আয়োজক ৩ দেশেই জোর কদমে চলছে কাজ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2024 1:16 PM IST