২০০৬ থেকে ২০২২, বারবার ইউরোপের কাছে পরাজিত ব্রাজিলের শৈল্পিক ফুটবল

Last Updated:

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ ব্রাজিলের। ০২২ সালে শেষবার ইউরোপের দল জার্মানিকে হারিয়েই বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। কিন্তু তারপর থেকে টানা ৫ বার উইরোপের দেশের কাছেই হার সাম্বা ব্রিগেডের।

#দোহা: হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে ব্রাজিল থেকে কাতার প্রায় ১২ হাজার কিলোমিটার পারি দিয়েছিল নেইমার-রিচার্লিসনরা। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের পর কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া খুব একটা বাধা হবে মা বলেই ধরে নিয়েছিল তাবড় তাবড় ফুটবল বিশেষজ্ঞরা। কিন্তু জ্লাটকো দালিচের স্ট্র্যাটেজির কাছে হার মানতে হল অভিজ্ঞ তিতেকে। অতিরিক্ত সময়ে এক গোলে এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। আর টাইব্রেকারে হেরে এবারে মত শেষ হল নেইমারদের হেক্সা জয়ের স্বপ্ন।
ব্রাজিলের এই হারেরর ফলে জারি থাকল ৫টি বিশ্বকাপ ধরে ব্রাজিলের ইউরোপ জুজু। কারণ ২০২২ সালে শেষবার ইউরোপের দল জার্মানিকে হারিয়েই বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। কিন্তু তারপর থেকে টানা ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ পরপর ৫ বার উইরোপের দলের কাছেই হেরে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ থেকে হতাশ হয়েই ফিরতে হয়েছে সাম্বা ব্রিগেডকে।
২০০৬ সালে জিদানকে বুড়ো ঘোড়া বলে কটাক্ষ করেছিল ব্রাজিল। জিদানের একক নৈপুণ্যের কাছে হার মেনেছিল সাম্বা ব্রিগেড। জিদানের বাড়ানো লং বলে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন থিয়েরি অঁরি। ২০১০ সালে রবিনহোর গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু বিরতির পর ওয়েসলি স্নেইডারের জোড়া গোলে আবারও স্বপ্নভঙ্গ হয় সেলেকাওদের। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে লজ্জার ৭-১ গোলে হার। আর ২০১৮-তে বেলজিয়ামের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হার।
advertisement
advertisement
২০২২ বিশ্বকাপে তিতের দল স্বপ্নেও ভাবতে পারেনি সেই অভিশাপ এবারও তাড়া করবে তাদের। বিশেষ করে অতিরিক্ত সময়ে নেইমারের গোলের পর যতটা তৎপর হওয়ার দরকার ছিল ব্রাজিল দলের ততটা ছিল না। একটি গা ছাড়া ভাব হওয়ার খেসারত দিতে হল তাদের। ১০৫ মিনিটে গোল করার পর সেই গোল ১৫ মিনিটও ডিফেন্ড করতে পারেনি তারকাখোচিত ব্রাজিল ডিফেন্স। ১১৭ মিনিটে পেতকোভিচের গোল ও টাই ব্রেকারে লিভাকোভিচের গোল্ডেন হ্যান্ডেই আরও একবার ইউরোপের কাছে পরাজিত হল ব্রাজিলের শৈল্পিক ফুটবল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
২০০৬ থেকে ২০২২, বারবার ইউরোপের কাছে পরাজিত ব্রাজিলের শৈল্পিক ফুটবল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement