England Vs Bangladesh Match Pitch Report: টস জিতে প্রথমে বোলিং ঠিক করে দিতে পারে ম্যাচের ভাগ্য

Last Updated:
#লন্ডন: কার্ডিফের ২২ গজে আজ আয়োজক দেশ ইংল্যান্ডের মুখোমুখি বাংলার বাঘেরা ৷ ইংল্যান্ড ও বাংলাদেশ, দুই দলেরই বিশ্বকাপের তৃতীয় ম্যাচ এটি ৷ এর আগের ম্যাচে দুই দলই হার দেখায় এই ম্যাচে দুই দলই জেতার লক্ষ্যে বদ্ধপরিকর ৷ খেলোয়াড়দের পারফরম্যান্সের পাশাপাশি কার্ডিফের পিচ ও টস জেতার উপরও নির্ভর করে ম্যাচের ভাগ্য ৷
আন্তর্জাতিক ক্রিকেটে দুই দেশের মুখোমুখির পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড। কিন্তু বিশ্বকাপের ইতিহাসে সেই পরিসংখ্যানে আমূল বদল। ২০১১ ও ২০১৫। দুবারই বাংলাদেশের কাছে হেরেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড ৷ এই কারণে বাংলাদেশকে মোটেও হাল্কা ভাবে নিতে চায় না ইংল্যান্ড ৷
বাংলাদেশের অধিনায়ক মাশরাফি নিজেদের ওপেনিং ও মিডল অর্ডার নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ৷ দুরন্ত ফর্মে রয়েছেন সাকিব অল হাসান ৷ অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে নিজের সেরা টিম নিয়েই মাঠে নামতে চলেছেন মর্গ্যান ৷ কার্ডিফের পিচ পেস সহায়ক হওয়ায় ফিরছেন প্লাঙ্কেট।
advertisement
advertisement
পিচ রিপোর্ট-
ম্যাচ বিশেষজ্ঞদের মতে, কার্ডিফের পিচ ব্যাটিং- বোলিং দুইয়ের জন্যই পারফেক্ট ৷ এর আগে কার্ডিফে হওয়া ম্যাচের রের্কড বলছে, শুরুরদিকে এই পিচে নতুন বলে সাহায্য পেয়েছেন বোলাররা ৷ অর্থাৎ এই পিচে প্রথমে ব্যাটিং নেওয়া দলকে কিঞ্চিৎ অসুবিধার মুখে পড়তে হতে পারে ৷ এই মাঠে এর আগে ২২টি ওয়ান-ডে ম্যাচ খেলা হয়েছে ৷ যার মধ্যে সাতটি ম্যাচে বিজয়ী টসে জিতে বোলিং নেওয়া দল ৷ আজ টস জিতে মর্গ্যান ও মোর্তাজা দুজনেরই লক্ষ্য থাকবে বোলিং বেছে নেওয়ার ৷ তাই প্রাক্তনদের মতে, ম্যাচ জিততে হলে বোলিং স্কোয়াডকে শক্তিশালী করতে হবে দুই দলকেই ৷
advertisement
Picture - AP Picture - AP
পিচ দেখে দুই টিমই নিজের প্লেয়িং ইলেভেনের তালিকা তৈরি রেখেছে ৷
ইংল্যান্ড: ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জোস বাটলার (উইকেট কিপার), টম কুরান, লিয়াম ডসন, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ক্রিস ওয়েক্স এবং মার্ক উড
advertisement
বাংলাদেশ: মাশরফি মোর্তাজা (অধিনায়ক), আবি জায়েদ, লিটন দাস (উইকেট কিপার), মহম্মদুল্লা, মেহেদি হাসান, মহম্মদ মিঠুন (উইকেট কিপার), মহম্মদ সইফুদ্দিন, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেট কিপার), মুশতাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব অল হাসান, সৌম্য সরকার এবং তামিম ইকবাল
২০০৫-য়ে এই মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন মাশরফি, আশরাফুলরা। ইতিহাসের মাঠে আবার হিসেব বদলে দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
England Vs Bangladesh Match Pitch Report: টস জিতে প্রথমে বোলিং ঠিক করে দিতে পারে ম্যাচের ভাগ্য
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement