মোহালিতে ছন্নছাড়া ইংল্যান্ড ব্যাটিংয়ে উজ্জ্বল শুধু বেয়ারস্টো

Last Updated:

ইংল্যান্ড: ২৬৮/৮

ইংল্যান্ড: ২৬৮/৮ 
প্রথম দিনের খেলা শেষে স্কোর
#মোহালি:  মোহালিতে টেস্টের প্রথম দিনেই পতন ইংল্যান্ডের। বোর্ডে মাত্র ২৬৮ রান। এরমধ্যেই আট উইকেট হারিয়ে বেকায়দায় কুক-বাহিনী। গোটা দিন জুড়ে শুধুই ভারতীয় বোলারদের দাপট। দুটি করে উইকেট পেয়েছেন জাদেজা ও জয়ন্ত যাদব। ইংল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে উজ্জ্বল শুধু বেয়ারস্টো ৷ ৮৯ করে জয়ন্তর বলে তিনি আউট হতেই  ফের বেকায়দায় ব্রিটিশরা ৷
advertisement
advertisement
টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। কিন্তু দিনের শেষে তা বুমেরাং। রাজকোটে ব্রিটিশ সিংহদের যে দাপট দেখা গিয়েছিল, সিরিজ যত এগোচ্ছে ততই তা ফিকে হচ্ছে।
উল্টোদিকে মধ্য নভেম্বরের শীতের সকালে শুরুটা যেমন করা উচিৎ ছিল, ঠিক সেই ভাবেই বোলিং ওপেন করেছিলেন শামি এবং উমেশ। হামিদকে ফিরিয়ে প্রথম ঝটকাটা দেন উমেশই। এরপর ইংল্যান্ডের ইনফর্ম ব্যাটসম্যান রুটকে দ্রুত ফিরিয়ে দেন জয়ন্ত। লাঞ্চের আগেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এই টেস্টে ভারতকে কোণঠাসা করতে বেশ কয়েকটি পরিবর্তন করেছে ইংল্যান্ড। ব্রডের জায়গায় ওকস। ডাকেটের বদলি বাটলার। আর আনসারির বদলে বেটি। কিন্তু দিনের শেষে কোনও অঙ্কই কাজে দিল না। মাঝে বাটলার-বেয়ারস্টো দেওয়াল না তুললে, আড়াইশো রানও বোর্ডে উঠত না। আট উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ মাত্র ২৬৮ রান। দুটি করে উইকেট নিয়েছেন উমেশ , জয়ন্ত এবং জাদেজা ৷ অপর উইকেটগুলি শামি এবং অশ্বিনের ৷ প্রথম দিনের একমাত্র আশার আলো বেয়ারস্টোও প্যাভিলিয়ানে ফিরে গিয়েছেন ৷ দ্বিতীয় দিনে কী করবেন ব্রিটিশ সিংহরা ? রবিবাসরীয় সকালেই তার কিছুটা আভাস পাওয়া যাবে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মোহালিতে ছন্নছাড়া ইংল্যান্ড ব্যাটিংয়ে উজ্জ্বল শুধু বেয়ারস্টো
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement