Ashes Boycott : চিন্তায় ইসিবি ! অ্যাশেজ বয়কট করতে পারেন ইংল্যান্ড ক্রিকেটাররা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
England cricketers could boycott the Ashes. ইংরেজ ক্রিকেট দলের অনেক খেলোয়াড় অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ায় যেতে চাইছেন না।অস্ট্রেলিয়াতে করোনা পরিস্থিতির জন্য কোয়ারেন্টাইনের যে ব্যবস্থা করা হয়েছে মূলত তার জন্যই এমন সিদ্ধান্ত নিতে চলেছেন ইংল্যান্ড ক্রিকেটাররা
খেলোয়াড়রা তাদের অসুবিধার কথা ইতিমধ্যেই জানিয়েছেন বোর্ডকে।কিন্তু বোর্ড এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে খেলোয়াড়রাও হতাশ।এই হতাশা থেকেই অ্যাশেজ রদ করার সিদ্ধান্ত এসেছে বলে অনুমান করছেন অনেকে।দলের অধিকাংশ সদস্য, খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফরা সবাই মিলে অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ায় না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে খবর।কোয়ারিন্টাইনের নিয়ম অনুযায়ী ১৪ দিন হোটেলে বন্দী থাকতে হবে খেলোয়াড় এবং তার পরিবারকে।
advertisement
পুরো অ্যাশেজ সিরিজ একটি বায়ো বাবেলের মধ্যে দিয়ে চলবে যেখানে খেলার স্টেডিয়াম এবং হোটেলের বাইরে যাওয়া যাবে না। এই কঠোর নিয়ম মানতে চাইছেন না কিছু ইংলিশ খেলোয়াড়। বিশেষ করে যারা আইপিএল, টি ২০ বিশ্বকাপ খেলে অ্যাশেজ খেলতে যাবেন তারা। সব টুর্নামেন্টেই এই নিয়ম বলবৎ হবে।
advertisement
তাই দীর্ঘদিন নিজের পরিবারের থেকে দূরে থাকবেন খেলোয়াড়রা।এই কারণেই তারা অস্ট্রেলিয়ায় অ্যাশেজ খেলতে যেতে রাজি নন বলেই খবর। অবশ্য শোনা যাচ্ছে যে খেলোয়াড়দের জন্য কোয়ারিন্টাইনের নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।খেলার দিনগুলি ছাড়া বাকি দিনগুলোতে খেলোয়াড়রা হোটেলের বাইরে বেরোনোর অনুমতি পেতে পারেন।তবে অবশ্য তা খুবই স্বল্প সময়ের জন্য। জনি বেয়ারস্টো, জো রুট, ক্রিস ওকসদের মত ক্রিকেটাররা এই বাড়াবাড়ি মানতে নারাজ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 16, 2021 11:06 PM IST