শিলংয়ে প্রস্তুতি লাল-হলুদের, ফের বাদ যাচ্ছেন ডং
Last Updated:
পাহাড়ে লড়াই। হাজার প্রতিবন্ধকতা থাকলেও, ভাববার কোনও অবকাশ নেই লাল-হলুদের। ডংকে ফের রির্জাভ বেঞ্চে রেখে তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাতে চাইছেন বিশ্বজিৎ ভট্টাচার্য।
#শিলং: পাহাড়ে লড়াই। হাজার প্রতিবন্ধকতা থাকলেও, ভাববার কোনও অবকাশ নেই লাল-হলুদের। ডংকে ফের রিজার্ভ বেঞ্চে রেখে তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাতে চাইছেন বিশ্বজিৎ ভট্টাচার্য।
চাওয়া-পাওয়ার হিসেব-নিকেশ অনেক পর। আগে বিশ্রী পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোই লক্ষ্য লাল-হলুদ ব্রিগেডের। শনিবার প্রতিপক্ষ আইজল এফসি। দল নিয়ে যতটা ভাবনা, তার চেয়েও চাপ পাহাড়ি উচ্চতায় খেলতে হবে বলে। তবে কোনও অজুহাতই আর দিতে চান না ইস্টবেঙ্গল কোচ। আই লিগে পরপর দুই অ্যাওয়ে ম্যাচ হেরে, এমনিতেই কোনঠাসা লাল-হলুদ। এখান থেকে ফিরে আসার জন্য ফুটবলারদেরই দায়িত্ব দিয়েছেন তিনি।
advertisement
মনোরম আবহাওয়াতেই বৃহস্পতিবার আইজলের ন্যাশনাল স্টেডিয়ামে ঘন্টা দেড়েক অনুশীলন করে ইস্টবেঙ্গল। রবার্ট, টুলুঙ্গাদের মত পাহাড়ে খেলায় অভ্যস্ত ফুটবলারদের ওপরই ভরসা রাখতে চান বিশ্বজিৎ। দলে ডংকে ফের বসতে হচ্ছে রির্জাভ বেঞ্চে। বদলে প্রথম একাদশে র্যান্টির সঙ্গী হতে পারেন জোয়াকিম, সাবিথ। সৌমিকের পরিবর্তে দলে ঢুকবেন রবার্ট। ডার্বির আগে এই ম্যাচ জিতে মনোবল বাড়িয়ে নেওয়াই একমাত্র লক্ষ্য লাল-হলুদের।
advertisement
advertisement
Location :
First Published :
March 10, 2016 7:28 PM IST