East Bengal ISL match: আইএসএলে হায়দরাবাদের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল! শেষ মুহূর্তে গোল হজম করে তিন পয়েন্ট হাতছাড়া
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
East Bengal ISL match: নির্ধারিত ৯০ মিনিটে এগিয়ে থাকলেও অতিরিক্ত সময়ে গোল খেয়ে হায়দরাবাদের বিরুদ্ধে নিশ্চিত ৩ পয়েন্ট হাতছাড়া করল ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিততে পারলে প্লে-অফের দৌড়ে জোরালো ভাবে ফিরতে পারত লালহলুদ বাহিনী।
হায়দরাবাদ: নির্ধারিত ৯০ মিনিটে এগিয়ে থাকলেও অতিরিক্ত সময়ে গোল খেয়ে হায়দরাবাদের বিরুদ্ধে নিশ্চিত ৩ পয়েন্ট হাতছাড়া করল ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিততে পারলে প্লে-অফের দৌড়ে জোরালো ভাবে ফিরতে পারত লালহলুদ বাহিনী। কিন্তু অতিরিক্ত সময়ে মনোজ মহম্মদের গোলে মাত্র ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ইস্টবেঙ্গলকে।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল লাল হলুদ বাহিনী। প্রথমার্ধে গোল না এলেও বেশ কিছু গোলের সুযোগ তৈরি হয়েছিল। এর মধ্যেই ৬৪ মিনিটে জিকসনের গোলে হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে যায় অস্কার ব্রুজোঁর দল।
advertisement
এক গোলে এগিয়ে গেলেও আক্রমণাত্মক ফুটবল বজায় রেখেছিল লালহলুদ ব্রিগেড। কিন্তু গোলের ব্য়বধান কিছুতেই বাড়াতে পারছিল না। নির্ধারিত ৯০ মিনিট পরেও ১-০ গোলে এগিয়ে থাকার সুবাদে একটা সময় পর্যন্ত লালহলুদ সমর্থকেরা প্রায় ধরেই নিয়েছিলেন হায়দরাবাদ থেকে ৩ পয়েন্ট আসছেই।
advertisement
শেষ মুহুর্তে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকে হায়দরাবাদ। এর মধ্যেই প্রবল নাটকীয় ভাবে শেষ মুহূর্তে গোল করে লালহলুদের আশাভঙ্গ করলেন মনোজ মহম্মদ। বক্সের বাঁদিক থেকে বাঁপায়ের শটে বল জালে জড়ালেন মনোজ। হায়দরাবাদ থেকে মাত্র ১ পয়েন্ট নিয়েই ফিরতে হচ্ছে ইস্টবেঙ্গলকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2024 7:09 PM IST