কোনও সাধারণ মানুষ নয় আমি ধোনির কাছে জায়গা খুইয়েছিলাম, স্বীকারোক্তি দীনেশ কার্তিকের

Last Updated:

গত দু-তিন মাস ধরে সময়টা দারুণ যাচ্ছে দীনেশ কার্তিকের ৷ ক্রিকেটার হিসেবে জাতীয় দলের জার্সি গায়ে দুরন্ত পারফরম্যান্স করার পাশাপাশি কেকেআর অধিনায়ক, সবক্ষেত্রেই দারুণ সফল কার্তিক ৷

#বেঙ্গালুরু : গত দু-তিন মাস ধরে সময়টা দারুণ যাচ্ছে দীনেশ কার্তিকের ৷ ক্রিকেটার হিসেবে জাতীয় দলের জার্সি গায়ে দুরন্ত পারফরম্যান্স করার পাশাপাশি কেকেআর অধিনায়ক, সবক্ষেত্রেই দারুণ সফল কার্তিক ৷
তবে জাতীয় দলের জার্সি গায়ে উইকেটের পিছনে তাঁর জায়গা পাকা নয় ৷ এবার ঋদ্ধিমান সাহা-র চোট পাওয়ায় আফগানিস্তান টেস্টে শিকে ছিঁড়েছে কিন্তু সীমায়িত ওভারের ক্রিকেটে এখন ধোনির হাতেই গ্লাভস ৷
তবে এই নিয়ে দীনেশ কার্তিকের মনে কোনও আক্ষেপ নেই ৷ ঐতিহাসিক টেস্টে-র জন্য নিজেকে দারুণ ভাবে তৈরি করছেন কার্তিক ৷ কিন্তু ধোনি সম্পর্কে এদিন তিনি যে মন্তব্য করলেন তাতে ধোনি ফ্যানদের মন জিতে নিলেন তিনি ৷
advertisement
advertisement
দীনেশ কার্তিক বলেছেন তিনি কোনও সাধারণ মানুষের কাছে জায়গা হারাননি তিনি জায়গা হারিয়েছিলেন ধোনির কাছে ৷ শুধু এটুকুতেই থামেননি তিনি ৷ আসলে ২০১০ –র টেস্ট জার্সিতে শেষবার খেলেছিলেন তিনি ৷ তারপর পুরোটাই ছিল ধোনি রাজ ৷ কার্তিক বলেছেন, ‘‘ আমি সেসময় খুব একটা ভালো ছিলাম না ৷ আমি ধারাবাহিকও ছিলাম না ৷ চারদিকে দারুণ প্রতিযোগিতামূলক পরিস্থিতি ছিল ৷ যার সঙ্গে প্রতিযোগিতা ছিল, তাঁর নাম মহেন্দ্র সিং ধোনি ৷ সে সময় বিশ্ব ক্রিকেটে অনেক রদবদল চলছিল ৷ ধোনি হচ্ছেন তিনি, যিনি বিশ্ব ক্রিকেটর মঞ্চে নিজেকে অন্যতম সেরা ভারতীয় অধিনায়ক হিসেবে প্রমাণিত করেছেন ৷ ’’
advertisement
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের সুযোগকে ভালোভাবে কাজে লাগাতে মরিয়া কার্তিক ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কোনও সাধারণ মানুষ নয় আমি ধোনির কাছে জায়গা খুইয়েছিলাম, স্বীকারোক্তি দীনেশ কার্তিকের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement