DC vs SRH: স্টার্কের আগুনে বোলিং ও কুলদীপের ভেলকিতে ধরাশায়ী সানরাইজার্স, দিল্লির টার্গেট ১৬৪ রান

Last Updated:

DC vs SRH IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। একাই পাঁচটি উইকেট নিয়ে গুড়িয়ে দিলেন হায়দরাবাদের তারকাখোচিত ধ্বংসাত্মক ব্যাটিং লাইনআপকে। সঙ্গে ভেলকি দেখাল কুলদীপ যাদবও।

News18
News18
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। একাই পাঁচটি উইকেট নিয়ে গুড়িয়ে দিলেন হায়দরাবাদের তারকাখোচিত ধ্বংসাত্মক ব্যাটিং লাইনআপকে। সঙ্গে ভেলকি দেখাল কুলদীপ যাদবও। প্রথম ম্যাচে জয়, দ্বিতীয় ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচেও দাঁড়াতেই পারল অরেঞ্জ আর্মিরা। একা লড়াই করে দলকে সম্মানজনক স্কোরে পৌছে দিলেন অনিকেত ভার্মা। পুরো ওভার ব্যাট করতে পারল না হায়দরাবাদ। অলআউট ১৬৩ রানে।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। এদিন আগুনে ফর্মে পাওয়া যায় দিল্লির অজি স্পিড স্টার মিচেল স্টার্ক। অভিষেক শর্মা ১, ট্রেভিস হেড ২২, ঈশান কিশান ২, নীতিশ রেড্ডি ০ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ।
advertisement
সেখান থেকে দলের ইনিংসের রাশ ধরেন অনিকেত ভার্মা ও হেনরিক ক্লাসেন। ৭৭ রানের ঝোড়ো পার্টনারশিপ করে দলকে সম্মানজনক স্কোরে পৌছে দেন দুজন। ক্লাসেন ৩২ রান করে আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যান অনিকেত ভার্মা। ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও পূরণ করেন তিনি। শেষ পর্যম্ত ৪১ বলে ৭৪ রাম করে আউট হন অনিকেত ভার্মা।
advertisement
advertisement
অনিকেক ভার্মার ৭৭, হেনরিক ক্লাসেনের ৩২ ও ট্রেভিস হেডের ২২ রান ছাড়া কোনও সানরাইজার্স ব্যাটার ১০-এর গন্ডি টপকাতে পারেনি। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। স্টার্কের পাঁচি শিকারের তালিকায় রয়েছে হেড, কিশান, রেড্ডি, মাল্ডার ও হর্ষল প্যাটেল। এছাড়া কুলদীপ যাদব ৩টি ও মোহিত শর্মা ১ উইকেট নিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
DC vs SRH: স্টার্কের আগুনে বোলিং ও কুলদীপের ভেলকিতে ধরাশায়ী সানরাইজার্স, দিল্লির টার্গেট ১৬৪ রান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement