নাদাল-জাদুতে হার ‘বুড়ো’ লিয়েন্ডারের
Last Updated:
নাদালের হাতেই ডেভিস কাপে দৌড় থামল ভারতের।
#নয়াদিল্লি: নাদালের হাতেই ডেভিস কাপে দৌড় থামল ভারতের। বিশ্ব গ্রুপের যোগ্যতা নির্ণায়ক প্লে-অফে শনিবার ডাবলসেও হেরে গেল ভারত। বিশ্রামের পর এদিন মার্কো লোপেজকে নিয়ে কোর্টে নেমেছিলেন রাফা। উল্টোদিকে ছিলেন বহু যুদ্ধের বুড়ো ঘোড়া লিয়েন্ডার। সঙ্গী সাকেত মিনানি। হাড্ডাহাড্ডি ম্যাচে প্রথম সেট ৬-৪ গেমে জিতে এগিয়ে যান লি-রা। দ্বিতীয় সেটেও সুবিধেজনক জায়গা থেকে অ্যাডভান্টেজ হাতছাড়া করেন অনভিজ্ঞ সাকেত। এখান থেকেই ম্যাচে ফেরেন নাদালরা। আর কে খান্না স্টেডিয়ামে শেষ পর্যন্ত চার সেটেই ফয়সালা হল ডাবলসের। স্কোর ৪-৬, ৭-৬, ৬-৪, ৬-৪। স্পেন টাইয়ে অনতিক্রম্য ৩-০ লিড নিয়ে ফেলায় নিয়মরক্ষার হয়ে দাঁড়াল রবিবারের ফিরতি সিঙ্গলসের লড়াই।
ভারত এই নিয়ে টানা তিন বার প্লে-অফ থেকে ছিটকে গেল। আর কপাল খারাপ তিন বারই ভারত প্লে-অফের লটারিতে বাঘা বাঘা টেনিস দেশের মুখে পড়েছে। সার্বিয়া, চেক প্রজাতন্ত্রের পর এবার একেবারে স্পেন। সেই দেশের কিংবদন্তি নাদাল আর তাঁর অলিম্পিক ডাবলস সোনাজয়ী পার্টনার লোপেজের কাছে ৬-৪, ৬-৭ (২-৭), ৪-৬, ৪-৬ হারাটা লিয়েন্ডার-সাকেতের জন্য মোটেও অগৌরবের নয়।বেঙ্গালুরুতে দু’বছর আগে ভারত প্রথম দিন ০-২ পিছিয়ে পড়েও শেষ দিন প্রথম সিঙ্গলসের পর টাই-এর স্কোর ছিল ২-২। লিয়েন্ডার-বোপান্না ডাবলস আর সোমদেব প্রথম রিভার্স সিঙ্গলসটা জিতে চাকা প্রায় ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু ওই সময় অনভিজ্ঞ তরুণ য়ুকি ভামব্রি মীমাংসাসূচক শেষ রাবারের চাপ নিতে না পেরে শেষ সিঙ্গলসে জঘন্যভাবে হেরে বসেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 18, 2016 8:58 AM IST