corona virus btn
corona virus btn
Loading

#CWC2019: ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে চিন্তা! ভারতীয় শিবিরে কি ফের বড় চোটের ধাক্কা ?

#CWC2019: ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে চিন্তা! ভারতীয় শিবিরে কি ফের বড় চোটের ধাক্কা ?
Photo - BCCI/ Twitter
  • Share this:

#ম্যানচেস্টার: তালিকায় কী আবার নতুন কেউ? শিখর ধাওয়ানের পর কী এবার তাহলে...? মুখ বন্ধ টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্কের। সোমবার রেস্ট ডে ছিল দলের। পাঁচ ঘন্টার ছোট্ট সফরে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের ভ্যেনুতে পৌঁছে যান বিরাট- রোহিতরা ৷

ইতিমধ্যেই ইংল্যান্ডে মেন ইন ব্লু-র শিবিরে যোগ দিয়েছেন নভদীপ সাইনি। আপাতত নেট বোলার হিসেবেই ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ছাব্বিশ বছর বয়সী ফাস্ট বোলারকে। ভারতীয় দলের রিজার্ভ স্কোয়াডে ছিলেনই। ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল ভুবনেশ্বর কুমারকে ৷

তবে ভুবনেশ্বরের চোট পাওয়ার পর তড়িঘড়ি তাকে ইংল্যান্ড উড়িয়ে নিয়ে যাওয়াতেই তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে কী ভুবির চোট নিয়ে আশঙ্কামুক্ত হতে পারছে না থিঙ্কট্যাঙ্ক? আর সেই কারণেই সাইনিকে নেটে তৈরি রাখার কৌশল? সবটাই ধোঁয়াশা।

Photo- IPL/T20 Photo- IPL/T20

আইপিএল-এ বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে নজর কেড়েছিলেন সাইনি। ২০১৮ তে আফগানিস্থানের বিরুদ্ধে টেস্ট দলে মহম্মদ শামির পরিবর্ত হিসেবে ডাক পেয়েছিলেন হরিয়ানার তরুণ ফাস্ট বোলার। এবার বিলেতেও কী বল হাতে নামতে হবে তাঁকে জোর জল্পনা জারি ৷

আরও দেখুন

First published: June 24, 2019, 6:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर