Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পরের বিশ্বকাপেও খেলবেন! কোচের আশার বাণীতে মুগ্ধ ভক্তরা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
লিসবন: লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছেন ক্যারিয়ারের শেষ দিকে এসে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পারেননি। যদি পরের আমেরিকা বিশ্বকাপে তিনি খেলেন তাহলে পর্তুগালের কাছে একটা শেষ সুযোগ থাকবে। কিন্তু পরের বিশ্বকাপ এখনও তিন বছর ধরে। ততদিন রোনাল্ডোর ফিটনেস কেমন থাকে তার ওপর নির্ভর করছে সব কিছু। পেরিয়ে গিয়েছেন ৩৫ বছর বয়সের কোটা। এই মুহূর্তে রোনাল্ডো ইউরোপীয় ফুটবলের পরিবর্তে চলে এসেছেন সৌদি আরবে।
সেখানকার প্রো লিগে আল নাসেরের হয়ে খেলছেন তিনি। ফুটবল বিশেষজ্ঞদের মতে কাতার বিশ্বকাপ রোনাল্ডো এবং মেসি দুই ফুটবলারের কেরিয়ারেই শেষ বিশ্বকাপ ছিল। তবে দুই ফুটবলারের কেউ এখনও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল থেকে অবসর নেননি।আর এমন আবহে দাঁড়িয়েই পর্তুগাল জাতীয় দলের কোচের থেকে বড় প্রতিশ্রুতি পেলেন রোনাল্ডো।
রবার্টো মার্টিনেজ স্পষ্ট জানিয়ে দিলেন যতদিন মাঠে নেমে রোনাল্ডো লড়াকু ফুটবলটা খেলতে পারবে ততদিন রোনাল্ডোকে জাতীয় দলে তিনি সাপোর্ট করে যাবেন। কাতার বিশ্বকাপে পর্তুগাল দল কোয়ার্টার ফাইনালে হেরে বেরিয়ে যাওয়ার পরেই রোনাল্ডোর জাতীয় দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। তবে রবার্টো মার্টিনেজের সাম্প্রতিক বক্তব্যে অনেকটাই আশ্বস্ত হবেন রোনাল্ডোর ভক্তরা।
advertisement
advertisement
ROBERTO MARTINEZ:
“Cristiano’s off-the-ball positioning was perfect, always working, following the team’s plan. I’m very satisfied. His pass to Diogo Jota was an example of a player who wants the best for the team.” pic.twitter.com/v4XVkS2L2a
— TCR. (@TeamCRonaldo) June 18, 2023
advertisement
রোনাল্ডোর দলের প্রতি নিষ্ঠা নিয়ে আলাদা করে বলার আর কিছুই নেই। লকার রুমেও সে সকলের কাছে একজন আদর্শ। পর্তুগিজ ফুটবল তো বটেই বিশ্ব ফুটবলেও রোনাল্ডো সেরা উদাহরণ। জাতীয় দলের হয়ে ১৯৯টা ম্যাচ খেলেছে ও। যে কোন ফুটবলারের মতন রোনাল্ডোকেও ভালোভাবে অনুশীলন করতে হবে যদি ও জাতীয় দলের হয়ে খেলতে চায়।
advertisement
আমাদের একটা হাই পারফরম্যান্স পরিবেশ দরকার দলের মধ্যে। যেখানে একটা জায়গার জন্য ও লড়াই করতে হবে। রোনাল্ডো যতদিন এই লড়াইটা চালাতে পারবে আমি জাতীয় দলে ওঁকে সমর্থন করব। আর রোনাল্ডো লড়াকু চরিত্রের ফুটবলার। তার কাছে অসম্ভব বলে কিছু নেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 11:45 AM IST