সৌদি আরবে লজ্জার হার রোনাল্ডোর, সুপার কাপ থেকে ছিটকে গেল তার দল

Last Updated:

Cristiano Ronaldo Al Nassr knocked out of Saudi Super Cup. সৌদি সুপার কাপ থেকে ছিটকে গিয়ে হতাশ রোনাল্ডো

সুপার কাপ থেকে ছিটকে গিয়ে হতাশ রোনাল্ডো
সুপার কাপ থেকে ছিটকে গিয়ে হতাশ রোনাল্ডো
আল নাসর - ১
আল ইত্তিহাদ - ৩
#রিয়াধ: সৌদি আরবে এসেই ফুটবলের সব ম্যাচ সহজে জিতবেন, এমনটা যে হবে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্ষেত্রে, সেটা পরিষ্কার হয়ে গেল। এলাম, দেখলাম আর জয় করলাম- সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা যে এমন কাটবে না, আল নাসরের হয়ে তাঁর প্রথম দুটি প্রতিযোগিতামূলক ম্যাচ যেন সেই বার্তাই দিল।
advertisement
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পর্তুগিজ তারকা সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লিখিয়েছেন গত বছরের ডিসেম্বরে। ক্লাবটির হয়ে প্রথম তিনি মাঠে নেমেছেন পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে। রোনালদোর দল সেই ম্যাচে ৫-৪ ব্যবধানে হেরে গেলেও তিনি করেছিলেন জোড়া গোল। কিন্তু সৌদি আরবের প্রতিযোগিতামূলক ফুটবলে শুরুটা রোনালদোর ভাল হয়েছে বলা যাবে না।
advertisement
সৌদি প্রো লিগে আল-ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশটির প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক রোনালদোর। সেই ম্যাচে আল নাসরকে নেতৃত্ব দেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের প্রাক্তন উইঙ্গার। ম্যাচটি তাঁর দল জিতলেও গোল পাননি রোনালদো।
advertisement
আর কাল তো সৌদি সুপার কাপের ম্যাচে হেরেই গেছে তাঁর দল। আল-ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে নিষ্প্রভই ছিলেন রোনালদো। আল নাসরের অধিনায়ক রোনালদো পুরো ম্যাচই খেলেছেন। কিন্তু খুব বেশি গোলের সুযোগ তিনি তৈরি করতে পারেননি। প্রথমার্ধে সহজ একটি সুযোগ পেলেও সেটা থেকে গোল করতে পারেননি রোনালদো।
advertisement
বিরতির পর রোনাল্ডোর একটি জোরালো শট সেভ করে দেন বিপক্ষ গোলরক্ষক। স্পষ্ট বোঝা গেছে দলের সঙ্গে এখনও বোঝাপড়া হয়নি পর্তুগিজ মহাতারকার। এই হারে সৌদি সুপার লিগের সেমিফাইনাল থেকে ছিটেক গেল আল নাসর। রোনাল্ডো নিজেও হতাশা ব্যক্ত করেছেন। এরপর আল নাসর ক্লাবের জার্সিতে আগামী ৩ ফেব্রুয়ারি মাঠে নামবেন তিনি। প্রতিপক্ষ আল ফাতাহ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সৌদি আরবে লজ্জার হার রোনাল্ডোর, সুপার কাপ থেকে ছিটকে গেল তার দল
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement