corona virus btn
corona virus btn
Loading

মাঠে ব্যাট হাতে ‘গব্বর’, ধাওয়ান এই কাজ এত রোম্যান্টিকভাবে করে জানতেন, দেখুন ভাইরাল ভিডিও

মাঠে ব্যাট হাতে ‘গব্বর’, ধাওয়ান এই কাজ এত রোম্যান্টিকভাবে করে জানতেন, দেখুন ভাইরাল ভিডিও
Photo Courtesy- Instagram

জাস্ট ভাবা যায় না!!!

  • Share this:

#মুম্বই : দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে যে ভারতীয় এ দল খেলবে তাতে সুযোগ পেয়েছেন শিখর ধাওয়ান ৷ আসলে বেশ কিছুদিন নিজের চেনা ফর্মের ধারেকাছে নেই তিনি ৷ তাই এই সিরিজে ফের একবার নিজের জাত চেনাতে মরিয়া চেষ্টা করবেন শিখর ধাওয়ান ৷ এদিকে যেমন অনুশীলনে ব্যস্ত থাকছেন তেমনিই নিজের রিল্যাক্সশেন জারি রেখেছেন তিনি ৷

চওড়া গোঁফ , চওড়া ব্যাট এটাই শিখর ধাওয়ানকে চেনার জন্য যথেষ্ট ৷ তবে এবার তিনি যে ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করলেন তা দেখলে স্তম্ভিত হয়ে যেতে হয় ৷ খোলা আকাশের নিচে সামনে সমুদ্রের ঢেউ, নারকেল গাছের সারি ৷ সেখানে নীল টি শার্ট পড়ে এই দারুণ রোম্যান্টিক কাজে ব্যস্ত ৷

শ্রীকৃষ্ণের হাতে বাঁশি দেখে আমরা অভ্যস্ত ৷ এছাড়া বিভিন্ন বংশীবাদকের বাঁশির সুর আমাদের মুগ্ধ করে ৷ কিন্তু ধাওয়ান যে এত ভালো বাঁশি বাজান তা সত্যিই জানা ছিল না ৷ রোম্যান্টিক এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

আরও দেখুন
First published: September 3, 2019, 4:52 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर