PCB-জানিয়েছিল হাফিজ করোনা পজিটিভ, ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় রিপোর্টে করোনা নেগেটিভ এলেন পাক ক্রিকেটার

Last Updated:

বুধবার করোনা নেগেটিভের রিপোর্টের ছবি ট্যুইট করে দেন তিনি

#করাচি: পাকিস্তান ক্রিকেটের জন্য সুসমাচার ৷ একদিন আগেই পিসিবি জানিয়েছিল মহম্মদ হাফিজ করোনা পজিটিভ ৷ কিন্তু করোনা পজিটিভ হওয়ার রিপোর্টের পরের দিনেই ফের করোনা টেস্ট করান তিনি ৷ আর দ্বিতীয়বারের রিপোর্টে তিনি করোনা নেগেটিভ এসেছেন ৷
মহম্মদ হাফিজ জানিয়েছেন তিনি নিশ্চিত হওয়ার জন্য ফের করোনা পরীক্ষা করান ৷ এরপরে তাঁর রিপোর্ট নেগেটিভ আসার বিষয়টি ট্যুইট করেন ৷ তিনি এও জানিয়েছেন তাঁর পরিবারের সকলেই সুস্থ রয়েছেন ৷
advertisement
advertisement
হাফিজ-ওয়াহাব ইংল্যান্ড সফরকারী পাকিস্তান দলের ১০ সদস্যের মধ্যে রয়েছেন ৷ এদিকে এর একদিন আগেই পিসিবি জানিয়েছিল পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলি, শাহদাব খান ও হ্যারিস রউফ এই তিন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন ৷ পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে এই খবর জানানো হয়েছে ৷ জানা গিয়েছে, টেস্টের আগে পর্যন্ত করোনার কোনও উপসর্গ ছিল না এই তিন ক্রিকেটারের শরীরে। রবিবার রাওয়ালপিণ্ডিতে এঁদের করোনা টেস্ট হয়। ইংল্যান্ড সফরের আগে সকলেরই কোভিড ১৯ পরীক্ষা করা হয় আর সেখানেই এক ধাক্কায় তিন ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ আসে ৷
advertisement
তিন ক্রিকেটার পজিটিভ হওয়ার পরেই পিসিবি এঁদের সকলকে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দিয়েছে ৷ ইমাদ ওয়াসিম ও উসমান সিনওয়ারির স্ক্রিনিং হলেও তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে ৷ তাঁরা জুনের ২৪ তারিখ লাহোর যাবেন, তারপর সেখান থেকে ম্যানচেস্টার যাবেন জুনের ২৮ তারিখে ৷
এ দিকে এর আগে শাহিদ আফ্রিদি নিজে জানিয়েছিলেন তিনি কোভিড ১৯ আক্রান্ত৷ ফের পাক ক্রিকেটে করোনার থাবা। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়েছে, জাতীয় দলের তিন ক্রিকেটার করোনা পজিটিভ। হায়দার আলি, হ্যারিস রাউফ এবং শাদাব খান করোনা আক্রান্ত হয়েছে বলে পিসিবি সূত্রে খবর। এঁদের চেস্ট রিপোর্ট পজিটিভ আসায় আসন্ন ইংল্যান্ড সফরের জন্য তাঁরা অনিশ্চিত হয়ে গেলেন বলে মনে করা হচ্ছে। সোমবার রিপোর্ট আসতেই দেখা যায়, তিন ক্রিকেটারই করোনা পজিটিভ। এর ফলে অগস্টে ইংল্যান্ড সফরে এই তিনজনের যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনজনই ওয়ানডে এবং টি-টোয়েন্টি টিমে দলে রয়েছেন।
advertisement
জুন মাসের শুরুতেই করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় শাহিদ আফ্রিদির। পাকিস্তান ক্রিকেট দলের এই প্রাক্তন তারকা ট্যুইটারে জানিয়েছিলেন তিনি করোনা আক্রান্ত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
PCB-জানিয়েছিল হাফিজ করোনা পজিটিভ, ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় রিপোর্টে করোনা নেগেটিভ এলেন পাক ক্রিকেটার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement