বাজেট ২০২১ এ উঠে এল ভারতীয় ক্রিকেট দলের কথা, নির্মলা সীতারমণ যা বললেন

Last Updated:

বাজেটের মঞ্চে ধুম মাচালো ভারতীয় ক্রিকেট দল৷

#নয়াদিল্লি : ২০২০ তে করোনা ভাইরাস আর লকডাউনে যখন জীবন আটকে গিয়েছে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই সেখানে অক্সিজেন যোগান দিয়ে বাঁচিয়ে তুলেছিল ক্রিকেট৷ প্রথমে আইপিএল আর পরে ভারত বনাম অস্ট্রেলিয়া  (India vs Australia) সিরিজ৷ সারা দেশের মানুষ খুশি হয়ে গিয়েছিলেন ক্রিকেট দেখে , ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে৷ এছাড়াও ভারতের এই ক্রিকেট শিক্ষা হিসেবে এসেছে৷
অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট ম্যাচে ৩৬ রানে অল আউট হয়ে যাওয়ার পর শুধু পরের টেস্ট ম্যাচ জিতেছে তাই নয়, পুরো সিরিজ পকেটে পুরেছে৷ এটার জন্য নির্মলা সীতারমণ (Finance Minister Nirmala Sitharaman)  নিজের বাজেট স্পিচে তুললেন ভারতের অস্ট্রেলিয়া সিরিজের উদাহরণ তুলে ধরল৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)  সোমবার সংসদে বাজেট পেশ করেন৷ তিনি সেই বাজেট পেশ করার সময় বলেছেন, গত বছর মুশকিলে ভরা ছিল৷ ভারতীয়রা সাহসিকতার সঙ্গে তার মুখোমুখি হয়েছে৷ ভারতীয় অর্থ ব্যবস্থায় এর প্রভাব পড়েছে৷ কিন্তু তারপর ভালো কামব্যাক করেছে৷ সীতারমণ বলেছেন, ‘টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় শানদার সাফল্য ভারতীয়দের অন্তঃকরণ থেকে শক্তির বিষয়টি বুঝিয়ে দেয়৷ ’
advertisement
advertisement
বলার বিষয়টি ভারতীয় দল (Team India) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল৷ ভারত সেই ম্যাচ ৮ উইকেটে হেরে গিয়েছিল৷ এরপর প্রচুর মানুষ ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে প্রচুর সমালোচনা শুরু হয়৷ এরপর ভারতা পাল্টা দেয় এবং পরের তিন ম্যাচে আর হারে নি, উল্টো দুটি ম্যাচে জেতে৷ এভাবে তারা ২-১ সিরিজ জিতে নেয়৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাজেট ২০২১ এ উঠে এল ভারতীয় ক্রিকেট দলের কথা, নির্মলা সীতারমণ যা বললেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement