Wriddhiman Saha: ঋদ্ধিমান সাহাকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠান সিএবির, থাকছে বড় উপহারও
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
Wriddhiman Saha:আগামী ২ মার্চ সিএবির পক্ষ থেকে সদ্য অবসর নেওয়া ঋদ্ধিমান সাহাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত ৩০ জানুয়ারি ইডেনেই পাঞ্জাবের বিরুদ্ধে রনজি ট্রফির গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রতিনিধিত্ব করে পেশাদার ক্রিকেট জীবনে যবনিকা টানেন ভারতীয় ক্রিকেটের সুপারম্যান।
কলকাতা: আগামী ২ মার্চ সিএবির পক্ষ থেকে সদ্য অবসর নেওয়া ঋদ্ধিমান সাহাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত ৩০ জানুয়ারি ইডেনেই পাঞ্জাবের বিরুদ্ধে রনজি ট্রফির গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রতিনিধিত্ব করে পেশাদার ক্রিকেট জীবনে যবনিকা টানেন ভারতীয় ক্রিকেটের সুপারম্যান। খেলা শেষে আলাদা করে সংবর্ধনা না দেওয়া হলেও এবার অনুষ্ঠান করতে চলেছে সিএবি। বর্ণাঢ্য আয়োজনে ঋদ্ধিমানের ক্রিকেট কেরিয়ারের স্মৃতিচারণ করবে বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে হবে এই অনুষ্ঠান। ইতিমধ্যেই ঋদ্ধি-বন্দনার জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
সিএবি-র একাধিক ভাবনা রয়েছে সেদিনের অনুষ্ঠান ঘিরে। ঋদ্ধিমানের ক্রিকেট জীবনের গুরুত্বপূর্ণ ছবি এবং ভিডিও সংগ্রহ করে একটি তথ্যচিত্র তৈরি করছে সিএবি। ক্রিকেটের উত্থান থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ, অবসর, সমস্তটাই ধরা থাকবে তথ্যচিত্রে। বিশেষ উপহার হিসেবে একজোড়া উইকেট কিপিং গ্লাভস দেওয়া হচ্ছে ঋদ্ধিমানকে। সিএবি সূত্রে খবর, যেমন তেমন গ্লাভস নয়। ঋদ্ধিমানকে একেবারে রুপোর গ্লাভস উপহার হিসেবে দেওয়ার হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন ক্রিকেটার থেকে কর্মকর্তারা। ২ মার্চের সন্ধ্যায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
ঋদ্ধিমানকে সম্মান কেন খেলা শেষে জানানো হয়নি? এই নিয়ে প্রশ্ন উঠেছিল। এক বছর আগে মনোজের অবসরের সময় খেলার শেষে মাঠেই তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। তবে সেই সব বিতর্কের মধ্যে যেতে নারাজ সিএবি। সিএবি এবং ঋদ্ধিমান, উভয়পক্ষ আলোচনা করে ২ মার্চ দিন চূড়ান্ত করা হয়েছে। সেই দিন সিএবির স্পেশাল জেনারেল মিটিংও রয়েছে। ফলে উপস্থিতির হার অনেকটাই বেশি থাকবে। বাংলার হয়ে দীর্ঘ কেরিয়ার শেষ করলেও মাঝের দু বছরের জন্য অভিমান নিয়ে বাংলা ছেড়ে ত্রিপুরা চলে গিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। যদিও পরবর্তী সময়ে সৌরভের হস্তক্ষেপে গত বছর বাংলায় ফেরেন শিলিগুড়ির পাপালি। বাংলার জার্সি পড়েই ক্রিকেটকে অবসর জানান।
advertisement
advertisement
সিএবি-র এই জমকালো আয়োজন এবং আন্তরিকতা হয়তো সেই ক্ষতে অনেকটাই প্রলেপ দেবে বলেই মনে করছে বাংলার ক্রিকেট মহল। ভবিষ্যতে বাংলার কোচিং এর দায়িত্বে আসতে পারেন ঋদ্ধিমান। তবে সিনিয়র দল নাকি অন্য কোন দলে কোচ হবেন তা এখনও চূড়ান্ত নয়। বাংলা থেকেই কোচিং শুরু করতে চান বলে কেকেআরের সরকারি কোচের দায়িত্ব পেয়েও তাই সেই দায়িত্ব নেননি ঋদ্ধিমান। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ঋদ্ধির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা হতে পারে কর্তাদের সঙ্গে। সব মিলিয়ে দোসরা মার্চ ঋদ্ধি বন্দনায় তৈরি হচ্ছে বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সিএবি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2025 4:53 PM IST