কোপায় তরুণ ফুটবলারদের দিয়ে চমকে দিতে চান দুঙ্গা
Last Updated:
ন’বছর আগে শেষ কোপা জয়। শেষ দু’বার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়। এই পরিসংখ্যান নিয়ে শতবর্ষের কোপায় ব্রাজিল।
#নিউইয়র্ক: ন’বছর আগে শেষ কোপা জয়। শেষ দু’বার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়। এই পরিসংখ্যান নিয়ে শতবর্ষের কোপায় ব্রাজিল। নেইমার নেই। নেই একাধিক প্রথম এগারোর ফুটবলার। এরপরেও ভরসা বলতে শুধুই দুঙ্গা।
বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে সাত গোলের লজ্জা। গত বছর কোপার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়। গত এক বছরে চুম্বকে ব্রাজিল। সাবেক উত্তর কলকাতার পলেসতারা খোসে যাওয়া বাড়ির মতোই আজ ব্রাজিল ফুটবল দলের অবস্থা। তাতেও প্রত্যাশার পারদে এখনও টোল খায়নি। বরং গায়ে নতুন রঙের পোঁচ মেরে নতুন উদ্যমেই শুরু করতে চান দুঙ্গা। ১৯৯৪ সালে আমেরিকার মাটি থেকেই দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। এবার স্বপ্ন কোপা জয়ের। কিন্তু কার ভরসায় জিতবেন ? এটাই শতবর্ষের কোপায় সবথেকে দামি প্রশ্ন গোটা ব্রাজিল দলের কাছে। নেইমার নেই। বিশ্বকাপ খেলা একাধিক ফুটবলারকে বাদ দিয়েছেন দুঙ্গা নিজেই। ফলে, যাঁরা পড়ে আছেন, তাঁদের মধ্যে উজ্জ্বল একমাত্র কাকা। অভিজ্ঞতার সঙ্গেই বেড়েছে বয়স। আর সেটাই সমর্থকদের কপালের ভাঁজকে পুরু করছে।
advertisement
তবে যাই হোক এবার আপতদৃষ্টিতে বেশ সহজ ব্রাজিলের গ্রুপ। হাইতি, পেরুর সঙ্গে সেলকাওদের টক্কর দিতে পারে ইকুয়েডর। ৫ জুন ভারতীয় সময় সকাল সাড়ে সাতটায় ইকুয়েডরের বিরুদ্ধে এবারের কোপা অভিযান শুরু করবে ব্রাজিল।
advertisement
১৯৯৭ থেকে ২০০৭। এই দুঙ্গার কোচিংয়েই দু’বার কোপা জিতেছিল ব্রাজিল। এবারও কোচের পদে সেই দুঙ্গা। পারবে কি ব্রাজিল শতবর্ষের কোপা আমেরিকা থেকে রিও নিয়ে যেতে ? অপেক্ষায় আপামর ব্রাজিল ফুটবলের ভক্তরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2016 3:58 PM IST