IPL 2019 Auction : জমজমাট বাজার উইকেট কিপারদের, ঋদ্ধি পেলেন দল
Last Updated:
#জয়পুর : আইপিএল ২০১৯ দফায় দফায় চলছে নিলাম ৷ উইকেটরক্ষকদের পুলে বেশ কিছু ক্রিকেটার ভালো দর পেলেন ৷ তারমধ্যে রয়েছেন ঋদ্ধিমান সাহা ৷ বাংলার ক্রিকেটারকে এ বছর রিলিজ করে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷
সানরাইজার্স হায়দরাবাদ আসলে সে সময়ে ঋদ্ধির চোটের জন্য ছেড়ে দিয়েছিল ৷ কিন্তু ঋদ্ধি আবার ক্রিকেট ফিরতে শুরু করেছেন ৷ ব্যাস আবার নিলামে নিজেদের প্লেয়ারকে তুলে নিলেন তাঁরা ৷ ১,২০ কোটি টাকায় আবার তাঁকে তুলে নিল হায়দরাবাদ ৷
advertisement
এছাড়া উইন্ডিজ কিপার নিকোলাস পুরান ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব ৷ জনি বারিস্তো ২.২ কোটি টাকায় গেলেন সানরাইজার্সে ৷ বিক্রি হলেন না নমন ওঝা ৷
advertisement
আইপিএল ২০১৯ নিলামের মঞ্চে প্রথম বড় খরিদ করে নিল কেকেআর ৷ ৫ কোটিতে কেকেআর তুলে নিল কার্লোস ব্র্যাথওয়েটকে ৷
এদিকে দিনের শুরুতে প্রথম সেটের বেশির ভাগ ক্রিকেটারই অব্রিকীত থাকলেন ৷ মনোজ তিওয়ারি. চেতেশ্বর পূজারা ৫০ লক্ষ টাকা বেস প্রাইসে থাকলেও কেউ কিনত়ে আগ্রহী হননি ৷
যেহেতু আইপিএল সিজনের মধ্যেই অ্যালেক্স হল্ট চলে যাওয়ার কথা তাই - ১.৫০ কোটি টাকা বেস প্রাইসে থাকা তিনি অবিক্রীত ৷
advertisement
ভালো দর পেলেন ৫০ লক্ষ বেসপ্রাইসে থাকা হনুমা বিহারী হাড্ডাহা়ড্ডি লড়াইয়ের পর ২ কোটি দিল্লি ক্যাপিটালস তুলে নেয় তাঁকে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2018 4:43 PM IST