Home /News /sports /

কোহলি-কুম্বলে প্রসঙ্গে উত্তপ্ত বোর্ডের এসজিএম !

কোহলি-কুম্বলে প্রসঙ্গে উত্তপ্ত বোর্ডের এসজিএম !

প্রত্যাশামতোই উত্তপ্ত বোর্ডের এসজিএম।

 • Share this:

  #মুম্বই: প্রত্যাশামতোই উত্তপ্ত বোর্ডের এসজিএম। এবং সেটা সব কর্তাদের উপস্থিতিতেই। কোহলি-কুম্বলে প্রসঙ্গ উঠতেই গরম হয়ে উঠল আলোচনা।

  বোর্ডকর্তাদের কাছ থেকে কোচ বিতর্ক নিয়ে সোমবার বিস্তারিত জানতে চাওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন এন শ্রীনিবাসন, অনুরাগ ঠাকুররাও। আলোচনা হয় ভারতের পরবর্তী কোচ নিয়েও। সূত্রের খবর, কোচ বিতর্কে সচিন-সৌরভ-লক্ষ্মণের উপদেষ্টা কমিটির সমালোচনা করেছেন শ্রীনি।

  নতুন কোচের পদে টম মুডি, সেহওয়াগের সঙ্গে ঢুকে পড়েছিল মাহেলা জয়বর্ধনের নামও। তবে প্রাক্তন শ্রীলঙ্কান তারকা পরে ট্যুইট করে জানান, এখনই ফুলটাইম কোচিংয়ে আসতে চান না তিনি।

  First published:

  Tags: BCCI, Cricket, Kumble-Kohli, N. Srinivasan, SGM

  পরবর্তী খবর