যশপাল শর্মাদের দেখেই ট্রফি জয়ের স্বপ্ন দেখা শুরু হয়েছিল, বলছেন সৌরভ

Last Updated:

সৌরভ জানিয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যশপাল। তাঁদের মত ক্রিকেটারদের দেখেই তরুণ সৌরভ এবং আরো অনেকে দেশের হয়ে খেলা এবং ট্রফি জয়ের স্বপ্ন দেখা শুরু করেন

তরুণ ক্রিকেটারদের কাছে রোল মডেল ছিলেন যশপাল, বলছেন সৌরভ
তরুণ ক্রিকেটারদের কাছে রোল মডেল ছিলেন যশপাল, বলছেন সৌরভ
#নয়াদিল্লি: লর্ডসে সেই ১৯৮৩ সালে যখন প্রবল প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয় করেছিল ভারত তখন সৌরভ গঙ্গোপাধ্যায় এর বয়স ১০ বছরের একটু বেশি। সেই দিনটা ভোলেননি আজকের বোর্ড প্রেসিডেন্ট। আর পাঁচজন ক্রিকেটপ্রেমী যুবকের মতো রাস্তায় নেমে সেলিব্রেশনে যোগ দিয়েছিলেন। আজ প্রাক্তন ভারতীয় তারকার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সৌরভ। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন যশপাল শর্মার সঙ্গে অধিনায়ক, ক্রিকেটার এবং টেলিভিশনে কাজ করার সৌভাগ্য হয়েছে তাঁর।
খুব কাছ থেকে দেখেছেন তাঁকে। সৌরভ জানিয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যশপাল। তাঁদের মত ক্রিকেটারদের দেখেই তরুণ সৌরভ এবং আরো অনেকে দেশের হয়ে খেলা এবং ট্রফি জয়ের স্বপ্ন দেখা শুরু করেন। বিশেষ করে যশপাল শর্মার ক্রিকেটার হিসেবে লড়াকু মানসিকতা শিক্ষণীয় জানিয়েছেন মহারাজ।
advertisement
advertisement
উল্লেখ্য দিলীপ ভেঙ্গসরকার জানিয়েছেন কয়েকদিন আগেই গুরগাঁওতে একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল যশপালের সঙ্গে। দিলিপের প্রাক্তন সতীর্থকে দেখে মনেই হয়নি এই পরিণতি হতে পারে। যথেষ্ট ফিট ছিলেন শর্মা। ভেজিটেরিয়ান ছিলেন এবং মদ, সিগারেট খেতেন না। দিলীপ জানিয়েছিলেন যশপাল এতটাই নিজেকে ধরে রেখেছিল দেখে মনে হত সে দীর্ঘায়ু হবে।
প্রাক্তন ক্রিকেটার বলবিন্দর সিং সান্ধু ভেঙে পড়েছেন মৃত্যুর খবরে। শর্মা দীর্ঘদিনের বন্ধু। ১৯৮৩ বিশ্বকাপের সময় রুম পার্টনার ছিলেন। তিনি মনে করেন যশপাল যথেষ্ট দক্ষ ক্রিকেটার ছিলেন। ওপেন করেছেন, দক্ষ ফিল্ডার ছিলেন, পেস বোলিং খেলতে ভয় পেতেন না। সব মিলিয়ে পরিসংখ্যান দিয়ে শুধু তাঁকে বিচার করা ঠিক হবে না। কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে ভারতের প্রথম বিশ্বকাপ জয় নিয়ে ছবি। সেটা দেখতে ইচ্ছুক ছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু সেটা আর হল না।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
যশপাল শর্মাদের দেখেই ট্রফি জয়ের স্বপ্ন দেখা শুরু হয়েছিল, বলছেন সৌরভ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement