অবশেষে মিলে যাচ্ছে আই লিগ ও আইএসএল
Last Updated:
২০১৮। বদলে যাচ্ছে ভারতীয় ক্লাবদলগুলোর লিগের রূপরেখা। মিলে যাচ্ছে আই লিগ ও আইএসএল। ব্লু-প্রিন্ট জানাতেই ১৭মে মহাবৈঠক ডেকেছেন এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল।
#কলকাতা: ২০১৮। বদলে যাচ্ছে ভারতীয় ক্লাবদলগুলোর লিগের রূপরেখা। মিলে যাচ্ছে আই লিগ ও আইএসএল। ব্লু-প্রিন্ট জানাতেই ১৭মে মহাবৈঠক ডেকেছেন এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল।
সিঙ্গল ক্যালেন্ডার সিঙ্গল লিগ। এই তত্ত্বেই এবার আইএসএল-আই লিগকে একজোট করতে বদ্ধপরিকর ফেডারেশন। আগামী ১৭ মে মহাবৈঠকেরও ডাক সে কারণেই। যেখানে শুধু AIFF ও IMG কর্তারা নন, হাজির থাকবেন আই লিগ ও দ্বিতীয় ডিভিশনের ক্লাবদলের প্রতিনিধিরাও। থাকবেন বাইচুং, সুনীল ছেত্রীরাও। ঠিক হবে ভবিষ্যতের পথ চলা।
কিন্তু কিভাবে? এই প্রশ্নেরই উত্তর দেবেন কর্তারা। ভারতীয় ফুটবলের রোড ম্যাপে দেখানো হবে আই লিগ ও আইএসএল মিলিয়ে এক লিগের ব্লু-প্রিন্টও। অতএব মিশন-২০১৮। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, এক রাজ্য-এক দল তৈরি হলেও ব্যতিক্রম থাকছে পশ্চিমবঙ্গ। এক লিগ করতে তিনটি দল নেওয়া ছাড়া উপায় নেই কর্তাদের। সেক্ষেত্রে অ্যাটলেটিকো কলকাতার সঙ্গে আসছে মোহনবাগান-ইস্টবেঙ্গল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফলে, ৮ ফ্রাঞ্চাইজি দল ছাড়া ৩টি আই লিগের দল নিয়ে ১১ দলের লিগ হবে। মোহন-ইস্টের সঙ্গে থাকছে বেঙ্গালুরু এফসি।
advertisement
advertisement
কিন্তু প্রশ্ন উঠবে, বাকি দলগুলোর ভবিষ্যৎ? সে সমাধানও অবশ্য বাতলে দেবেন আইএমজি কর্তারা। তাতে একইসঙ্গে ৩টি লিগের সূচনা হবে এক বর্ষ-তালিকায়। মূল লিগ ছাড়াও বাকি আই লিগের ক্লাবদলগুলিকে নিয়ে হবে আরও একটি লিগ। তৃতীয় লিগ হবে দ্বিতীয় ডিভিশনের ক্লাবদলগুলোকে নিয়েই। ফলে, ৩টি লিগ চালু হওয়ায় আইএসএলে সুযোগ না পাওয়া প্রায় ২৫০ ফুটবলার নিশ্চিন্তে খেলতে পারবেন পরের লিগ ক্লাবগুলোয়। আই লিগকে মুছে দিতে পারলে, ফিফা স্বীকৃতিও মিলবে আইএসএলের। সহজ অঙ্ক মনে হলেও, পরিকল্পনা বাস্তবায়িত করতে হাজারো প্রশ্নের এখনও সমাধান নেই। তারজন্যই মতামতের ভিত্তিতে ধাপে ধাপে এগোতে চায় এআইএফএফ।
advertisement
সুজয় পালের রির্পোট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2016 6:27 PM IST