ডিভিলায়ার্সের সঙ্গে খেলা সেরা ৫ টেস্ট ক্রিকেটার কারা? কোহলির নাম নিলেন প্রোটিয়া তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
AB De Villiers: দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স সম্প্রতি একটি সাক্ষাৎকারে টেস্ট ক্রিকেটে তার সঙ্গে খেলা পাঁচজন সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছেন।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স সম্প্রতি একটি সাক্ষাৎকারে টেস্ট ক্রিকেটে তার সঙ্গে খেলা পাঁচজন সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছেন। প্রাক্ত ইংলিশ অলরাউন্ডার মইন আলির ‘Beard Before Wicket’ পডকাস্টে ডি ভিলিয়ার্স এই তালিকা প্রকাশ করেন। বিস্ময়ের বিষয় হলো, তালিকায় জায়গা পাননি ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি, যিনি ডি ভিলিয়ার্সের দীর্ঘদিনের আইপিএল সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু।
ডি ভিলিয়ার্সের নির্বাচিত পাঁচ ক্রিকেটার হলেন — জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড), মহম্মদ আসিফ (পাকিস্তান), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ও সচিন তেন্ডুলকর (ভারত)। তার মতে, ক্যালিস সর্বকালের সেরা অলরাউন্ডার এবং আসিফকে তিনি জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং পেসার হিসেবে দেখেছেন। শেন ওয়ার্নকে তিনি ‘শিল্পী’ হিসেবে বর্ণনা করেন, যার বল করার ভঙ্গি ছিল একধরনের ‘কবিতা’।
advertisement
তিনি স্মরণ করেন এজবাস্টনে ফ্লিনটফের এক দুর্দান্ত ইয়র্কার, যা ক্যালিসকে বোল্ড করেছিল। এই মুহূর্তটিকে তিনি অন্যতম সেরা বল ডেলিভারি হিসেবে উল্লেখ করেন। সচিন তেন্ডুলকরের ব্যাটিংকে তিনি ‘সৌন্দর্যের প্রতীক’ বলে অভিহিত করেন। বিশেষ করে যখন সচিন ব্যাট হাতে মাঠে নামতেন, তখন গোটা স্টেডিয়াম থমকে যেত।
advertisement
advertisement
যদিও অনুষ্ঠান চলাকালে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ তাকে মনে করিয়ে দেন যে তিনি বিরাট কোহলির নাম বলেননি, তখন ডি ভিলিয়ার্স হেসে বলেন, “সরি, বিরাট।” তিনি আরও যোগ করেন, “এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সত্যিই কঠিন।” তবে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 8:25 PM IST