Virat Kohli: কোহলির বাবা হওয়া নিয়ে এবার উল্টো সুর ডিভিলিয়ার্সের, কী বললেন প্রোটিয়া তারকা

Last Updated:

Virat Kohli: সপ্তাহ খানেক আগেই যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছিলেন এবি ডিভিলিয়ার্স। জানিয়েছিলেন সত্যিই দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারে। সাত দিন যেতে না যেতেই পুরোপুরি ভোলবদল প্রোটিয়া তারকার।

সপ্তাহ খানেক আগেই যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছিলেন এবি ডিভিলিয়ার্স। জানিয়েছিলেন সত্যিই দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারে। বিরাট কোহলির ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় ডিভিলিয়ার্সের কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনও প্রশ্নও ওঠেনি। কিন্তু সাত দিন যেতে না যেতেই পুরোপুরি ভোলবদল প্রোটিয়া তারকার।
এক সাক্ষাৎকারে নিজের আগের করা বক্তব্যের থেকে সরে এসেছেন এবি ডিভিলিয়ার্স। এমনকী ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। ডিভিলিয়ার্স বলেছেন, “আমি কয়েক দিন আগে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার দ্বিতীয়বা বাবা-মা হওয়া নিয়ে ভুল তথ্য দিয়ে ফেলেছিলাম। যেটা আমার করা একদমই উচিৎ হয়নি। আমি বড় একটা ভুল করে ফেলেছি। ক্ষমাপ্রার্থী।”
advertisement
এর পাশাপাশি এবি ডিভিলায়ার্স বলেছিলেন,”কোহলি এখন পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে। এর বাইকে কেউ জানে না কী হচ্ছে। আমি শুধু এটুকুই বলতে পারি যে কারণে বিরাট ছুটি নিয়ে থাকুক ও আরও শক্তিশালী ও তরতাজা হয়ে মাঠে ফিরুক। আমি কোহিলর পরিবারকে শুভেচ্ছা জানাতে চাই। বিরাট-অনুষ্কার পরিবারের ভাল হোক।”
advertisement
advertisement
প্রসঙ্গত,বিগত বেশ কয়েক মাস ধরেই বিরুষ্কার পরিবারে দ্বিতীয় সন্তান আসা নিয়ে জল্পনা চলছে। তবে এই বিষয়ে কখনই কোনও কিছু জানাননি বিরাট ও অনুষ্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্ট থেকে ছুটি নেন কোহলি। পরের ৩ টেস্টে দলে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। এরই মধ্যে এবি ডিভিলিয়ার্সও তাঁর বক্তব্য প্রত্যাহার করায় জল্পনা আরও বাড়ল বই কমল না।
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: কোহলির বাবা হওয়া নিয়ে এবার উল্টো সুর ডিভিলিয়ার্সের, কী বললেন প্রোটিয়া তারকা
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement