North 24 Parganas News: পাড়ায় রমরমিয়ে চলতো বেআইনি মাদকের ব্যবসা, প্রতিবাদ করতেই আক্রান্ত প্রতিবাদীরা

Last Updated:

মাদক বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী! নৈহাটিতে দুষ্কৃতিদের হামলার মুখে জখম স্থানীয় দুই বাসিন্দা।

প্রশাসন
প্রশাসন
উত্তর ২৪ পরগনা: মাদক বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী! নৈহাটিতে দুষ্কৃতিদের হামলার মুখে জখম স্থানীয় দুই বাসিন্দা। জানা গিয়েছে, নৈহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ায় বহুদিন ধরে প্রকাশ্যে রমরমিয়ে বিক্রি করা হচ্ছিল নিষিদ্ধ মাদকদ্রব্য(হেরোইন)। অথচ, স্থানীয়দের অভিযোগ সমস্ত ঘটনা জেনেও উদাসীন প্রশাসন। এলাকায় এভাবে প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় রাস্তার মোড়ে প্রতিবাদী স্থানীয় যুবক আবদুল কাদিরকে বেধড়ক মারধর করে মাদক বিক্রেতারা। পিস্তলের বাট দিয়ে কাদিরের মাথায় আঘাত করা হয়। এমনকি, কাদিরের মোটর বাইক পাশে থাকা হই ড্রেনে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, আক্রান্ত প্রতিবাদী জানান, মারধরের পাশাপাশি দুষ্কৃতীরা বাড়িতেও ভাঙচুর চালায়।
অপরদিকে, শেখ কুতুবউদ্দিন কাদিরকে বাঁচাতে আসলে তাঁর বাঁ হাতের তালুতে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিষয়টি নিয়ে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয় অভিযোগ জানিয়ে বলেন, তৃণমূল প্রার্থীর বিধানসভা কেন্দ্র নৈহাটিতে মাদক বিক্রির রমরমা কারবার চলে। পুলিশ আর শাসকদলের নেতাদের মদতেই চলে সেই মাদক বিক্রি। আর সেই মাদক বিক্রির অর্থে তৃণমূল ফান্ড তৈরি করে। আর প্রতিবাদ করলেই কপালে জোটে এরকম দুষ্কৃতীদের মার। যদিও এই ঘটনা তৃণমূলের কোন প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনার পর নিষিদ্ধ মাদক বিক্রি আটকাতে স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে নৈহাটিবাসীরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পাড়ায় রমরমিয়ে চলতো বেআইনি মাদকের ব্যবসা, প্রতিবাদ করতেই আক্রান্ত প্রতিবাদীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement