Wonder Child: ৮ মিনিটে ২০০ জেনারেল নলেজ প্রশ্নের উত্তর! যে কোনও জাতীয় পতাকা দেখেই বলে দেয় সে দেশের নাম! তাক লাগাচ্ছে ৩ বছরের বিস্ময়শিশু
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Wonder Child:মাত্র ৮ মিনিটে ২০০ টা জেনারেল নলেজ প্রশ্নের উত্তর। মাত্র তিন বছরে বাংলার অবাক কন্যের নাম উঠল দু'দুটো রেকর্ডে।
কোলাঘাট: মাত্র ৮ মিনিটে ২০০ টা জেনারেল নলেজ প্রশ্নের উত্তর। মাত্র তিন বছরে বাংলার অবাক কন্যের নাম উঠল দু দুটো রেকর্ডে। যে বয়সে শিশুরা আধো আধো কথা বলতে পারে। সেই বয়সে প্রখর স্মৃতিশক্তি ও আশ্চর্য প্রতিভাধর এক শিশু। জিনিয়া যা পারে, সেইসব অবিশ্বাস্য বললেও কম বলা হয়। বেনজির কীর্তি, জিনিয়ার প্রশংসায় পঞ্চমুখ পরিবার থেকে প্রতিবেশী ও একাকার মানুষজন। জিনিয়া ঠিক কতটা ‘জিনিয়াস’! একরত্তি শিশুর এ যেন অসাধ্য সাধন। জিনিয়া সবাইকে চমকে দিয়েছে।
যে বয়সে অন্যান্য শিশুরা ঠিকমতো কথা বলতে পারে না। সেই বয়সেই বিভিন্ন পশু পাখির ডাক থেকে অন্যান্য কথা শুনে শুনে বলতে পারত। অন্যান্য শিশুদের তুলনায় অনেকটাই বেশি। গড়গড়িয়ে ছড়া বলা থেকে নামতা, ইংরেজির অ্যালফাবেট থেকে সবকিছুই তার ঠোঁটস্থ। নিমেষেই বলতে পারে বিভিন্ন দেশের ফ্ল্যাগ দেখে দেশের নাম, ইংরেজিতে বারো মাসের নাম, সপ্তাহের সাত দিনের নাম, ছটি ঋতুর নাম, বিভিন্ন কবিতা-সহ একাধিক বিষয়ে আধো আধো কথায় নিমেষেই বলে ছোট্ট জিনিয়া। আধো আধো কথা বলতে পারার সময় থেকেই জিনিয়ার মস্তিষ্ক ছিল এতটাই ধারাল যে সবকিছু সহজে মনে রাখতে পারত।
advertisement
গড়গড়িয়ে বলতে পারে আবৃত্তি। তাও আবার একটা দুটো কবিতা নয়, একাধিক কবিতা তার মুখস্থ। শুধু তাই নয় আট মিনিটে ২০০ টি জেনারেল নলেজের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে জিনিয়া মান্না। বাড়ি কোলাঘাটের মহিষঘট গ্রামে। এই শিশু বয়সেই তার এই আশ্চর্য প্রতিভা দেখে পরিবারের পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়রাও মুগ্ধ।
advertisement
advertisement
আরও পড়ুন : ১ পেয়ালা জলে ১ চামচ করে ৪ রকম বীজ! এক চিলতে গাছের ছাল! জাস্ট গায়েব হয়ে যাবে ঝুলন্ত মেদ! গলগলিয়ে বেরবে পেটের ময়লা
মা বাবা আত্মীয়স্বজন সকলেই চান জিনিয়া আরও এগিয়ে চলুক নিজের পথে। ছোট্ট জিনিয়া মহিষগোট গ্রামের মানুষের কাছে এক অন্য আকর্ষণ। কথা বলতে পারার সঙ্গে সঙ্গেই জিনিয়ার এই অভাবনীয় প্রতিভা প্রকাশিত হয়৷ তার পর থেকেই থেকে জিনিয়ার এই অভাবনীয় প্রতিভার পিছনে মা রুম্পা মান্না সবসময় সময় দিচ্ছেন। পাশাপাশি বাবা,দাদু, ঠাকুমাও বিভিন্নভাবে জিনিয়াকে সাধারণজ্ঞানের বিভিন্ন প্রশ্ন – উত্তর শেখান। সবমিলিয়ে কোলাঘাটের তিন বছরের ছোট্ট জিনিয়া যে আগামী দিনে বড় হয়ে জিনিয়াস হবে, সে বিষয়ে সন্দেহ নেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2025 5:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wonder Child: ৮ মিনিটে ২০০ জেনারেল নলেজ প্রশ্নের উত্তর! যে কোনও জাতীয় পতাকা দেখেই বলে দেয় সে দেশের নাম! তাক লাগাচ্ছে ৩ বছরের বিস্ময়শিশু