Dakshin Dinajpur News: সংসারের পরিস্থিতি করে তুলেছে দশভূজা! কুল বিক্রি করেই স্বনির্ভর এই মহিলারা

Last Updated:

Dakshin Dinajpur News: শুধুমাত্র সংসার চালানো নয়। সংসারের হাল ধরতে স্বামীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন বেশকিছু মহিলা।

+
সংসার

সংসার সামলে সারি সারি ভাবে কুল বিক্রি করছেন মহিলারা 

দক্ষিণ দিনাজপুর: শুধুমাত্র সংসার চালানো নয়। সংসারের হাল ধরতে স্বামীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন বেশ কিছু মহিলা। বালুরঘাট শহর থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে পাগলিগঞ্জ এলাকায় গেলেই দেখা মিলবে সংসার সামলে সারি সারি ভাবে কুল বিক্রি করছেন তাঁরা। বাড়তি উপার্জন করে সংসারের আবদার মেটাতে পারায় খুশি মহিলারা। বিক্রিও হচ্ছে দেদার। সারা বছর সেভাবে কোনও রকম কাজ না পেলেও কুলের সিজিন এলেই তাদের মুখে ফোটে চওড়া হাসি। কারণ এই তিন মাসেই তাঁরা করতে পারেন বাড়তি অর্থ উপার্জন। তাই মহিলা হয়েও পুরুষের দায়িত্ব তুলে নিয়েছেন কাঁধে।
কুল বিক্রেতা মুক্তি প্রামানিক জানান, পরিবারের মুখে হাসি ফোটাতে ভোর থেকেই যুদ্ধ শুরু করেন। সরকারি ভাবে কোন সাহায্যে সহযোগিতাও মেলে না। অভাবের তাড়নায় এইভাবেই জীবন অতিবাহিত করছেন তাঁরা। স্বামী যেটুকু অর্থ উপার্জন করেন, তাতে সংসার অতিবাহিত করাই দুষ্কর। তার উপর আনুষাঙ্গিক খরচ কুলিয়ে ওঠা মুশকিল হয়ে পড়ে দিনের পর দিন। তাই সংসার সামলানোর পাশাপাশি এই তিন মাস কুল বিক্রির ব্যবসা করে পরিবারের অনেক চাহিদা মেটাতে পেরে খুশি তাঁরা।
advertisement
advertisement
সংসার, রান্না সামলেই করছেন কুল বিক্রি। এই রোজগারেই হচ্ছে এসব। সংসারের পরিস্থিতি এই সমস্ত মহিলাদের করে তুলেছে দশভূজা। বিগত প্রায় ১০-১২ বছর যাবত তাঁরা এই ব্যবসা করছে। এইভাবেই প্রতিদিনের লড়াইয়ে জিতে চলেছেন পাগলিগঞ্জ এলাকার মহিলারা। এসব কুলের মধ্যে আপেল, বল সুন্দরি, বাও, ও নারকেল কুল। যা বেশ সুস্বাদু এবং চাহিদাও রয়েছে অনেক। বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০-৭০ টাকা পর্যন্ত। কুল বিক্রি করে মহিলারা অধিক লাভ পাওয়ায় বর্তমানে জেলার বিভিন্ন গ্রামে এ ফল চাষ শুরু হয়েছে। তাই বলা যেতেই পারে, বাড়ির মহিলাদের কুল বিক্রি করে স্বাবলম্বী হবার নজির জেলায়।
advertisement
সুস্মিতা গোস্বামী 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dakshin Dinajpur News: সংসারের পরিস্থিতি করে তুলেছে দশভূজা! কুল বিক্রি করেই স্বনির্ভর এই মহিলারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement