#কোলাঘাট: কোলাঘাটের উঁচু রেলব্রিজের উপর থেকে ভরা বর্ষার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। রূপনারায়ণের গভীর জলে ডুবতে থাকা সেই মহিলাকে উদ্ধার করলেন মৎস্যজীবিরা। মাঝ নদী থেকে উদ্ধারের পর আশংকাজনক অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আত্মহত্যা করতে চেয়েই কোলাঘাট ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন সেই বয়স্কা মহিলা। তবে বরাতজোরে এবং মত্সজীবীদের চেষ্টায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।
বৃহস্পতিবার সকালে কোলাঘাটের তিন নম্বর রেলব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দেন ওই মহিলা। বর্ষার ভরা নদীর জলে হাবুডুবু খেতে থাকেন ওই মহিলা। প্রবল স্রোতের টানে প্রায় তিন কিলোমিটার দূরেও চলে যান তিনি। আত্মহত্যা করতে চাইলেও সফল না হওয়ায় শেষমেশ বাঁচার জন্য নদীতে ভাসতে ভাসতে চিৎকার করতে থাকেন তিনি। প্রচণ্ড ভয় পেয়ে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকেন ওই বৃদ্ধা। যা শুনে কোলাঘাট বাফুর এলাকা থেকে মৎস্যজীবীরা নৌকা নিয়ে মাঝ নদীতে যান। জলে হাবুডুবু খাওয়া বৃদ্ধাকে তাঁরাই উদ্ধার করেছেন। চিকিৎসার জন্য ওই মহিলাকে কোলাঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolaghat, Rupnarayan river, Suicide case