রাজ্যজুড়ে ট্যারান্টুলার আতঙ্ক ! লোমশ মাকড়সার কামড়ে অসুস্থ মহিলা
Last Updated:
ক্রমে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ছে ট্যারান্টুলার আতঙ্ক! ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, পশ্চিম মেদিনীপুরের ডেবরার রঘুনাথপুর ও কামারশাল, এমনকী কলকাতাতেও দেখা মেলে বিষাক্ত এই মাকড়সা।
#খড়গপুর: ক্রমে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ছে ট্যারান্টুলার আতঙ্ক! ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, পশ্চিম মেদিনীপুরের ডেবরার রঘুনাথপুর ও কামারশাল, এমনকী কলকাতাতেও দেখা মেলে বিষাক্ত এই মাকড়সা। এবার বেলদায়ও হানা দিল ট্যারান্টুলা ৷
বেলদার দেউলিতে ট্যারান্টুলার কামড়ে অসুস্থ মহিলা ৷ স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে মহিলাকে ৷ মহিলার ডান পায়ে কামড়ায় ট্যারান্টুলা ৷ আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসক ৷ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ট্যারান্টুলা ৷ খবর দেওয়া হয়েছে বন দফতরে ৷
advertisement
advertisement
লোমশ মাকড়সা কি সত্যি ট্যারান্টুলা? উত্তর যাই হোক না কেন, আটপেয়ীর আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2018 9:48 AM IST