বাজি না পুড়িয়ে অনাড়ম্বরভাবে ছট পুজো অনুষ্ঠিত হল বর্ধমানের দামোদর নদীতে

Last Updated:

অন্যান্যবার অন্তত ১৫ হাজার পুণ্যার্থী দামোদরের তীরে ভিড় করেন। এ বার সেখানে পাঁচ হাজারেরও কম পুণ্যার্থীর সমাগম ঘটেছে।

Saradindu Ghosh
#বর্ধমান: সামাজিক দূরত্ব বজায় রেখে অনেকটাই অনাড়ম্বরভাবে বর্ধমানে ছট পুজো পালিত হল। ছট পুজোয় বাজির ব্যবহার বন্ধ রাখা এবার নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছিল পুলিশের কাছে। সেজন্য শহরজুড়ে ছট পুজোর আগে ব্যাপকভাবে অভিযান চালানো হয়। সে সবের জেড়ে এবার ছট পুজোয় বাজির ব্যবহার ছিল না বললেই চলে।
এমনিতে গত কয়েক বছরে বর্ধমান শহরে ছট পুজো উপলক্ষে আড়ম্বর বেড়েছিল অনেকটাই। এলাকায় এলাকায় ছট পুজো উপলক্ষে বিশেষ তোরণ তৈরি করা হয়। আলো দিয়ে সাজিয়ে তোলা হয় গোটা এলাকা। মাইকে গান বাজানো হয়। লরি বোঝাই হয়ে দামোদরের তীরে গিয়ে পুজো সাড়েন পুণ্যার্থীরা। যাওয়া-আসার পথে ব্যাপকভাবে বাজি পোড়ানো রীতি হয়ে দাঁড়িয়েছিল।
advertisement
advertisement
কিন্তু এ বার করোনা পরিস্থিতির কারণে গত কয়েক বছরের মতো জৌলুস এ বার আর দেখা যায়নি। করোনা পরিস্থিতিতে নিয়ম রক্ষার ছট পুজোর আয়োজন করার আবেদন জানিয়েছিল জেলা প্রশাসন। বড় গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা পুলিশ। পরিবারের সকলে মিলে দামোদরের ঘাটে গিয়ে ভিড় না করে পরিবারপিছু একজন দু’জন করে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বর্ধমান থানার পক্ষ থেকে। এসবের কারণে এ বার দামোদরের তীরে অনেক কম ভিড় লক্ষ্য করা গিয়েছে। অন্যান্যবার অন্তত ১৫ হাজার পুণ্যার্থী দামোদরের তীরে ভিড় করেন। এ বার সেখানে পাঁচ হাজারেরও কম পুণ্যার্থীর সমাগম ঘটেছে। তবে পুণ্যার্থীদের অনেকের মুখেই মাস্ক ছিল না।
advertisement
করোনা পরিস্থিতিতে শুধুমাত্র দামোদরের তীরে নয়, অনেকে সংক্রমণ এড়াতে বাড়ির সামনে পুকুরে কিংবা বাড়ির ছাদে বড় পাত্রে জল ভরে ছট পুজো সেড়েছেন। সব মিলিয়ে দীপাবলির পর ছট পুজোতেও সচেতনতার পরিচয় দিল বর্ধমান।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাজি না পুড়িয়ে অনাড়ম্বরভাবে ছট পুজো অনুষ্ঠিত হল বর্ধমানের দামোদর নদীতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement