স্ত্রীকে শাবল দিয়ে আঘাত, মেরে ঘাড় ঘুরিয়ে দিল স্বামী! জঙ্গিপুরের বধূর পরিণতি শুনলে শিউরে উঠবেন

Last Updated:

আহত গৃহবধুর দাদা সুব্রত শীলের অভিযোগ, কলকাতায় উপস্থিত হতেই জানতে পারেন তাঁর বোনকে শাবল দিয়ে মাথা সহ শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছে।  তার ঘাড় ও ঘুরিয়ে দেওয়া হয়েছে।

News18
News18
জঙ্গিপুর, তন্ময় মণ্ডল: দীর্ঘ ২৬ দিন ধরে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ফারাক্কার রামরামপুরের বাসিন্দা মৌমিতা শীল। পরিবারের অভিযোগ, ১৯ সেপ্টেম্বর মৌমিতা শীলকে তাঁর স্বামী হ্যামলেট সরকার কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যায়। এলাকার মানুষজনদের জানান তাঁর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। দীর্ঘ চিকিৎসা চলে কলকাতার সরকারি হাসপাতালে।
আহত গৃহবধুর দাদা সুব্রত শীলের অভিযোগ, কলকাতায় উপস্থিত হতেই জানতে পারেন তাঁর বোনকে শাবল দিয়ে মাথা সহ শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছে।  তার ঘাড় ও ঘুরিয়ে দেওয়া হয়েছে। বোনের নিঃশ্বাসটুকু পড়লেও তার জ্ঞান বলে কিছুই নেই। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ২৬ তারিখ ফারাক্কা থানায় একটি লিখিত অভিযোগ ও দায়ের করা হয়। তারপরই কলকাতা থেকে পালিয়ে যায় স্বামী হ্যামলেট সরকার। গৃহবধূকে একটি বেসরকারি নার্সিংহোমেও চিকিৎসা করানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানেও চিকিৎসকেরা একরকম বাঁচার আশা নেই বলেই জবাব দেন।
advertisement
ভাইয়ের অভিযোগ, ‘প্রতি মুহূর্ত বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দেওয়া হত। প্রত্যেকবার কিছু অর্থ বাবা জোগান দিতে পারলেও, শেষবার বাবা টাকা দিতে পারেননি। সেই কারণেই এই নির্মম অত্যাচার। ফারাক্কা থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি তাদের নজরে আছে। অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। খুব তাড়াতাড়ি তাকে গ্রেফতার করা হবে।’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্ত্রীকে শাবল দিয়ে আঘাত, মেরে ঘাড় ঘুরিয়ে দিল স্বামী! জঙ্গিপুরের বধূর পরিণতি শুনলে শিউরে উঠবেন
Next Article
advertisement
Nadia News: তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
  • নদিয়ার হাঁসখালি ব্লকের দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষ যোগ দিল তৃণমূলে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক মুকুটমণি অধিকারী ও তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন নির্মল ঘোষ।

VIEW MORE
advertisement
advertisement