West Medinipur News: নিজের কথা না ভেবে লড়ছেন নিপীড়িত মানুষদের জন্য,জঙ্গলমহলের অনুপ্রেরণা ঝর্ণা আচার্য
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
সমাজে পিছিয়ে পড়া মানুষজনকে সঙ্গে নিয়ে দাবি আদায় করেছেন ঝর্ণা আচার্য। তাঁদের প্রাপ্য বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা, বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করে তাঁদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কাজ শুরু করেন কলেজ জীবন থেকে
কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে জন্ম। বাংলা বিষয় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস। তবে গবেষণার কাজে গ্রামে গ্রামে ঘুরতে হত তাঁকে। ক্ষেত্র সমীক্ষার কারণে বিভিন্ন গ্রামে গিয়ে তিনি দেখেছেন আদিবাসী, লোধা, শবর, কোল, মুণ্ডা মানুষদের প্রতিদিনের দিনযাপন। বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তাঁরা। এইভাবেই ধীরে ধীরে জড়িয়ে পড়েন সামাজিক কাজে। বঞ্চিত লোধা, শবর, কোল, মুণ্ডা সম্প্রদায়ের মানুষদের সঙ্গে নিয়ে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল,কেশিয়াড়ির কুসুমপুর এলাকার বাসিন্দা ঝর্ণা আচার্য শুরু করেন দাবি আদায়ের আন্দোলন।
সমাজে পিছিয়ে পড়া মানুষজনকে সঙ্গে নিয়ে দাবি আদায় করেছেন ঝর্ণা আচার্য। তাঁদের প্রাপ্য বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা, বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করে তাঁদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কাজ শুরু করেন কলেজ জীবন থেকে। কখনও রেশন মেলেনি, কখনও কাজ করে মেলেনি প্রাপ্য বেতন। জঙ্গল নির্ভর পিছিয়ে পড়া মানুষজন বারংবার পড়েছেন বিপদে, গ্রামের পিছিয়ে পড়া অনগ্রসর সম্প্রদায়ের মানুষ সমস্যায় পড়লে ছুটে গিয়েছেন ঝর্ণা আচার্যর কাছে । এখনও পর্যন্ত সম্পূর্ণ নিজের খরচেই করেন এই কাজ।
advertisement
বাবার সমাজ কর্মে অনুপ্রাণিত হয়ে স্কুল-কলেজ জীবন থেকে ঝর্ণা আচার্যর যাত্রা শুরু। কখনও অবিভক্ত মেদিনীপুর, কখনও বাঁকুড়া, কখনও আবার অযোধ্যা পাহাড়ের তলদেশে থাকা পিছিয়ে পড়া মানুষজনের সংগঠিত করে দাবি-দাওয়ার আন্দোলনে নেমেছেন ঝর্ণা।
advertisement
নিজের জীবনের ৫৫ টা বছর কাটিয়েছেন। মানুষের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেছেন প্রায় ৩০ থেকে ৩৫ বছর। নিজের কথা না ভেবে, মানুষদের জন্য লড়েছেন। কখনও মানুষের জন্য বিভিন্ন ফর্ম ফিল-আপ করে প্রশাসনিক দফতরে জমা দিয়েছেন, কখনও আবার সারাদিন বাইরে-বাইরে ঘুরে মানুষের অভাব-অভিযোগ জেনে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2026 1:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: নিজের কথা না ভেবে লড়ছেন নিপীড়িত মানুষদের জন্য,জঙ্গলমহলের অনুপ্রেরণা ঝর্ণা আচার্য






