WB Panchayat Election 2023: ফের উত্তপ্ত ভাঙড়, তুমুল বোমাবাজি! মৃত্যু ISF কর্মীর, একই দিনে পঞ্চায়েতের বলি ৩

Last Updated:

মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে গত ১৩ জুনও রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠেছিল ভাঙড়। তৃণমূল-আইএসএফ সংঘর্ষে চলে গুলি,  বোমা। গুলিবিদ্ধ হন এক আইএসএফ এবং এক তৃণমূল কর্মীও।

দক্ষিণবঙ্গ: গত মঙ্গলবারের পর আজ, বৃহস্পতিবারও মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়৷ মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা৷ তুমুল সংঘর্ষ৷ এলাকায় চূড়ান্ত উত্তেজনা৷ এদিনের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তাঁদের এক কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে নওশাদ সিদ্দিকির আইএসএফ৷ অন্যদিকে, তৃণমূল বিধায়ক শওকত মোল্লার দাবি, সংঘর্ষে ১ তৃণমূলকর্মীরও মৃত্যু হয়েছে৷  আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০৷
শেষ পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার ভাঙড়ের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা৷ আইএসএফ কর্মীদের অভিযোগ, এদিন বেলা ১২ টা থেকে ভাঙড় দু নম্বর ভিডিও অফিস সংলগ্ন এলাকায় আইএসএএফ কর্মীদের আটকে রাখা হয়৷ তাঁরা জানায়, আইএসএফ কর্মীদের লক্ষ্য করে ছোঁড়া হয় একের পর এক বোমা৷ গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়৷ তারপরেই চলে এলোপাথাড়ি গুলি৷ তাতেই গুলিবিদ্ধ হন মহিউদ্দিন৷ এমনকি, সংবাদমাধ্যমকে লক্ষ্য করেও গুলি চালানো হয় বলে অভিযোগ৷
advertisement
আরও পড়ুন: মনোনয়ন ঘিরে তুমুল উত্তপ্ত চোপড়া! গুলিবিদ্ধ ৩, মৃত্যু একজনের, ৬ দিনে পঞ্চায়েতে বলি ৩
গুলি-বোমাবাজির জেরে সময়সীমা পেরিয়ে গেলেও তাঁরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে ক্যামেরার সামনে জানিয়েছেন কয়েকজন আইএসএফ সমর্থক৷ বেশ কিছু আহতকে কলকাতার আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও স্থানীয় সূত্রের খবর৷ অশান্তি আরও বাড়ার আশঙ্কা৷ সংঘর্ষের জেরে এলাকার ৭-৮টি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর৷
advertisement
advertisement
এদিন মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় চোপড়ায় বাম কংগ্রেস প্রার্থীদের লক্ষ্য করেও গুলি চালানোর অভিযোগ ওঠে। শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলিতে জখম হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ আহত আরও ২ বাম কংগ্রেস-কর্মী।
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে বড় চমক! এক মঞ্চে মমতা-অভিষেক, কাকদ্বীপ থেকে এবার কী বার্তা?
এদিন বাম কংগ্রেস প্রার্থীরা মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে চোপড়ার বিডিও অফিসে যাচ্ছিলেন৷ সেই সময় কয়েকজন তৃণমূলের দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। বিডিও অফিস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে৷ মনোনয়নের শেষ বেলায় রক্তাক্ত হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়া। আর এবার ভাঙড়ও৷
advertisement
মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে গত ১৩ জুনও রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠেছিল ভাঙড়। তৃণমূল-আইএসএফ সংঘর্ষে চলে গুলি,  বোমা। গুলিবিদ্ধ হন এক আইএসএফ এবং এক তৃণমূল কর্মীও।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023: ফের উত্তপ্ত ভাঙড়, তুমুল বোমাবাজি! মৃত্যু ISF কর্মীর, একই দিনে পঞ্চায়েতের বলি ৩
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement