West Bengal Municipal Election 2022|| পরনে জোড়া ফুলের শাড়ি, হাতে লক্ষ্মীর ভান্ডার! বাড়ি বাড়ি ভোটে প্রচারে 'লক্ষ্মী'

Last Updated:

West Bengal Municipal Election 2022: রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে তুলে ধরে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার আহ্বান কোন্নগর এলাকার মধ্য বয়সী লক্ষ্মী কর্মকারের।

#সুকান্ত চক্রবর্তী, ঘাটাল: লক্ষ্মীর ভান্ডার হাতে, জোড়া ফুলের শাড়ি পরে, বাড়ি বাড়ি ভোট প্রচারে লক্ষ্মী। রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে তুলে ধরে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার আহ্বান কোন্নগর এলাকার মধ্য বয়সী লক্ষ্মী কর্মকারের।
হাতে রয়েছে আর মাত্র কয়েকটি দিন, পুরভোট প্রচারে ঝড় তুলেছে শাসক থেকে বিরোধী সকল রাজনৈতিক দলই। ঘাটালের কোন্নগর এলাকায় ভিন্ন ধরনের প্রচার উঠে এসেছে আমাদের ক্যামেরায়। ঘাটাল পুর এলাকার একাধিক ওয়ার্ডে একা একা প্রচার চালিয়ে যাচ্ছেন লক্ষীকান্ত কর্মকার। মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত তৃণমূল সমর্থক এই লক্ষ্মীকান্ত কর্মকার।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল থাকবে ততদিন শান্তিপূর্ন নির্বাচন হবে না, কটাক্ষ অধীরের!
পেশা ছবি আঁকা, আর নেশা মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পগুলিকে তুলে ধরা। লোকসভা, বিধানসভা বা পৌর নির্বাচন আসলেই প্রচারে ঝাঁপিয়ে পড়ে লক্ষ্মী। কিন্তু লক্ষ্মীর কাছে নির্বাচনে প্রার্থী একজন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি বাড়ি পৌঁছে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার আহ্বান জানিয়ে চলে লক্ষ্মী।
advertisement
advertisement
মেয়ে সেজে কেন প্রচার লক্ষ্মীর?
লক্ষ্মীর দাবি মেয়ে সেজে এলাকায় মহিলা সংগঠনকে মজবুত করতে সম্ভব হয়েছে। বর্তমান পুরভোটেও বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কাছে মুখ্যমন্ত্রীর জনকল্যাণমুখী প্রকল্পকে তুলে ধরার জন্যই তার এই সাজ। লক্ষ্মীকান্ত কর্মকার এলাকার মহিলাদের কাছে 'লক্ষ্মী দি' হয়ে উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Election 2022|| পরনে জোড়া ফুলের শাড়ি, হাতে লক্ষ্মীর ভান্ডার! বাড়ি বাড়ি ভোটে প্রচারে 'লক্ষ্মী'
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement