#EgiyeBangla: রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পে সরকারি ভাতা-পেনশন পাচ্ছেন লোকশিল্পীরা

Last Updated:

ছৌ-ঝুমুর-ভাদু-টুসু-করম। লাল মাটির রাঢ় বাংলার আনাচে কানাচে জড়িয়ে থাকা লোকশিল্প। শিল্পের জৌলুসের ভারে অবশ্য ঢাকা পড়েছিলেন কারিগররাই। ফের তাঁদের সামনে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় লোকপ্রসার প্রকল্পে সরকারি ভাতা-পেনশন পাচ্ছেন লোকশিল্পীরা। আরও আপন হয়েছে শিল্প। দু-হাত বাড়িয়ে পুরুলিয়ায় ডাকছেন শিল্পীরা।

#কলকাতা: ছৌ-ঝুমুর-ভাদু-টুসু-করম। লাল মাটির রাঢ় বাংলার আনাচে কানাচে জড়িয়ে থাকা লোকশিল্প। শিল্পের জৌলুসের ভারে অবশ্য ঢাকা পড়েছিলেন কারিগররাই। ফের তাঁদের সামনে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় লোকপ্রসার প্রকল্পে সরকারি ভাতা-পেনশন পাচ্ছেন লোকশিল্পীরা। আরও আপন হয়েছে শিল্প। দু-হাত বাড়িয়ে পুরুলিয়ায় ডাকছেন শিল্পীরা।
ছৌয়ের মুখোশ। ঝুমুর গান। চেনে না মুখ। মানে না বয়স। মেঠো রাস্তা খুঁজে ফেরে যে কিশোর, লোকশিল্প তার রক্তে। রাঢ় বাংলার ধুলো মেখে ভাদু গানে যিনি মন ভোলান, শিল্প তাঁর সত্ত্বায়ও। পুরুলিয়া। পাহাড় আর পলাশের গায়ে লেপটে থাকে ভাদু-টুসু-করম-ছৌ।
লোকশিল্পের পরিচয় দিয়ে গিয়েছেন যে শিল্পীরা, তাঁরা কিন্তু পরিচিতি পাননি। অবহেলার যন্ত্রণা বুঝেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
সরকারি লোকপ্রসার প্রকল্পের আওতায় নতুনভাবে বাঁচছেন শিল্পীরা।
মাসে মাসে সরকারি ভাতায় কেটেছে অভাব। বিভিন্ন সরকারি অনুষ্ঠানেও ডাক পাচ্ছেন লোকশিল্পীরা। নাচনি শিল্পীদেরও সম্মান দিয়েছে রাজ্য সরকার।
মুখোশের আড়াল থেকে বেরিয়ে তাঁদেরও একটা স্বতন্ত্র পরিচয়। হাসি ফুটেছে লোকশিল্পীদের মুখে।
রংচঙে সাজপোশাক। ঢাক-ঢোলের হুংকার। শিল্পের আড়ম্বর। এসবের মাঝেই কোথাও যেন হারিয়ে গিয়েছিল পরিচয়টাই। মুখোশ আর মুখকে আলাদা করে চিনিয়েছে রাজ্য সরকার। আলো পড়েছে লোকশিল্পীদের জীবনে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পে সরকারি ভাতা-পেনশন পাচ্ছেন লোকশিল্পীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement