Bypoll Result: বিয়ের ১০ বছর পরে কোলে এসেছিল মেয়ে! উপনির্বাচনের জয় কাড়ল প্রাণ, সকেট বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেহ
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Bypoll Result: জয়ের আনন্দ কেড়ে নিল নাবালিকার প্রাণ, সকেট বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেহ। নদিয়ার কালিগঞ্জের মোলান্দি এলাকার ঘটনা।
কালীগঞ্জ: জয়ের আনন্দ কেড়ে নিল নাবালিকার প্রাণ, সকেট বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেহ। নদিয়ার কালিগঞ্জের মোলান্দি এলাকার ঘটনা। তৃণমূলের জয় নিশ্চিত। সেই কারণে জায়গায় জায়গায় চলছে বিজয় উল্লাস। আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ। সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হল ১০ বছরের এক নাবালিকার।
ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামের। জানা গিয়েছে, ওই নাবালিকা চতুর্থ শ্রেণির ছাত্রী নাম তামান্না খাতুন। ছিন্নভিন্ন ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। যে বাড়িতে রান্নার বাসনে বোমাবাজি হয়েছে সেই বাড়ির মালিক মহসিন শেখের পুত্রবধূ দুলজাহান খাতুন। যে বাড়ির টালি ভেঙেছে সেই বাড়ির মালিক রেজাউল শেখ, পাশের বাড়ি অলিম শেখ, মৃতের বাবা হোসেন শেখ ওড়িষার পরিযায়ী শ্রমিক। গতকাল কাজে গিয়েছেন। দশ বছর পর সন্তান হয়েছিল হোসেন শেখের, তামান্না তাঁদের একমাত্র সন্তান।
advertisement
আরও পড়ুনঃ বর্ষা এলেই বিছে ঘোরে ড্রেন ও সিঙ্কে! কামড়ালে বিষের জ্বালা! ছোট্ট ‘এই’ কৌশল মানুন, আপনার বাড়ি থাকবে সম্পূর্ণ নিরাপদ
এ বিষয়ে তৃণমূল নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, “প্রশাসনকে বলবকঠোর পদক্ষেপ নিতে। দোষীরা যাতে ছাড়া না পায়। তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় উল্লাস থেকে এটা ঘটেছে। এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে।”
advertisement
advertisement
অন্যদিকে, এলাকার সিপিএম কর্মী বাদশা শেখ বলেন, “এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল। অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল। ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে। এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়।” তবে কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফলের দিন এক নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য কালীগঞ্জ বিধানসভা এলাকায়।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2025 8:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bypoll Result: বিয়ের ১০ বছর পরে কোলে এসেছিল মেয়ে! উপনির্বাচনের জয় কাড়ল প্রাণ, সকেট বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেহ