West Medinipur News: শান্ত-স্থিতধী থেকে ভয়ঙ্করী! বর্ষার কংসাবতী ফুঁসছে... প্রবল আতঙ্কে এলাকাবাসী

Last Updated:

এখনও টানা বেশ কয়েকদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভয় বাড়ছে সকলের মধ্যে। যে নদী সারা বছর শান্ত থাকে, সেই নদী বর্ষার শুরুতেই এমন ভয়াবহ রূপ ধারণ করেছে।

+
জলের

জলের স্রোত কংসাবতী নদীতে

পশ্চিম মেদিনীপুর: বর্ষার আগে এক মোহময়ী রূপ ছিল তার। তবে বর্ষা নামতেই যেন বদলে যায় সেই কংসাবতীর ছবি। ফুলে ফেঁপে উঠেছে নদীটি। মোহনপুর সংলগ্ন এলাকায় থাকা অ্যানিকেট ড্যাম উপচে বইছে জল। স্বাভাবিকভাবে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার একাধিক গ্রামের মানুষ। শান্ত কংসাবতী যেন বর্ষাতে এক ভয়াবহ রূপ ধারণ করেছে।
পশ্চিম মেদিনীপুর, জেলার মেদিনীপুর এবং খড়গপুর শহরকে আলাদা করেছে কংসাবতী নদী। সারা বছর নদীর সৌন্দর্য অবাক করবে সকলকে। শান্তভাবে প্রবাহিত হয় এই কংসাবতী নদী। তবে বর্ষা এলেই বদলে যায় তার চিত্র। লাগাতার প্রবল বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়ার কারণে জল বেড়েছে ক্রমশ। তবে সম্প্রতি আরও বৃষ্টির কারণে নদীর জল ক্রমশ বাড়ছে। গর্জন করেই বইছে নদীর জল। চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন গ্রামের বাসিন্দারা।
advertisement
advertisement
ইতিমধ্যেই খড়গপুর এবং মেদিনীপুর সংযোগকারী এলাকায় রয়েছে অ্যানিকেট ড্যাম। মূলত নীচু এলাকায় কৃষি কাজে সহযোগিতার জন্য কৃত্রিমভাবে জল আটকানোর ব্যবস্থা করা হয় এই জায়গায়। তবে বর্তমানে নদীর কূল ছাপিয়ে বইছে স্রোত। এখনও টানা বেশ কয়েকদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভয় বাড়ছে সকলের মধ্যে। যে নদী সারা বছর শান্ত থাকে, সেই নদী বর্ষার শুরুতেই এমন ভয়াবহ রূপ ধারণ করেছে। নদী তীরবর্তী এলাকায় রয়েছে একাধিক গ্রাম, নদীর পাড়ে রয়েছে মানুষের চাষের জমি। স্বাভাবিকভাবেই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে গ্রামবাসীদের তরফে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: শান্ত-স্থিতধী থেকে ভয়ঙ্করী! বর্ষার কংসাবতী ফুঁসছে... প্রবল আতঙ্কে এলাকাবাসী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement