• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • অনশনে বসলেন বিশ্বভারতীর উপাচার্য ও অধ্যাপকরা

অনশনে বসলেন বিশ্বভারতীর উপাচার্য ও অধ্যাপকরা

বিশ্বভারতী বিদ্যালয়

বিশ্বভারতী বিদ্যালয়

উপাচার্যের অভিযোগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১৪০টির বেশি বেআইনি দোকান জবরদখল করে রয়েছে৷ জবরদখলকারীদের উঠে যাওয়ার নির্দেশ জারি করে নোটিশ দেওয়া হয়েছিল৷

 • Share this:

  #শান্তিনিকেতন: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জবরদখল উচ্ছেদের দাবিতে অনশন শুরু করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুত্‍‌ চক্রবর্তী৷ উপাচার্যের সঙ্গেই অনশনে বসেছেন অন্যান্য অধ্যাপকরাও৷

  উপাচার্যের অভিযোগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১৪০টির বেশি বেআইনি দোকান জবরদখল করে রয়েছে৷ জবরদখলকারীদের উঠে যাওয়ার নির্দেশ জারি করে নোটিশ দেওয়া হয়েছিল৷ তাতে কোনও লাভ হয়নি৷ তাই ১২ ঘণ্টার অনশন কর্মসূচি শুরু করা হয়েছে প্রতিবাদে৷

  পাল্টা প্রতিবাদ মঞ্চ গড়েছেন ব্যবসায়ীরাও৷ তাঁরা দোকান তুলতে নারাজ৷ প্রতিবাদ মঞ্চ গড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন ব্যবসায়ীরা৷

  আরও ভিডিও: লেটারহেডে আচার্য মনমোহন সিং! ফের বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

  First published: