হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ভোটের গান ভাইরাল! টোটো চালকের গানে মজেছে নেট দুনিয়া 

Viral Song: ভোটের গান ভাইরাল! টোটো চালকের গানে মজেছে নেট দুনিয়া 

X
টোটোচালক [object Object]

কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের প্রচারের জন্য গান বেঁধে নজর কেড়েছেন সাগরদিঘির কাবিলপুরের টোটো চালক ইসলাম শেখ। 

  • Share this:

    মুর্শিদাবাদ: জমে উঠছে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের প্রচার। মনোনয়ন পত্র জমা করার পর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় কর্মীসভা ও জনসভার উপর যেমন জোর দিয়েছেন, তেমনই বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস জোর দিচ্ছেন বাড়ি-বাড়ি প্রচারে।  কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের প্রচারের জন্য গান বেঁধে নজর কেড়েছেন সাগরদিঘির কাবিলপুরের টোটো চালক ইসলাম শেখ।

    গ্রামের পথে ঘুরে-ঘুরে সাগরদিঘির বাম-কংগ্রেসের জোট প্রার্থীর হয়ে তিনি গান গেয়ে বেড়াচ্ছেন কংগ্রেসকে ভালোবেসেই। যেখানেই ইসলামের টোটো গিয়ে থামছে, সেখানেই ধরছেন, ‘বলছে জনগণ ভোট পাবে গো এবার বাইরন'। প্রায় ৪ মিনিটের ওই গানের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। কাবিলপুরের বাসিন্দা বছর পঁয়ষট্টির ইসলাম শেখ টোটো চালিয়ে সংসার চালান। নিজেই গান রচনা করে সুর দিয়ে গান গেয়ে থাকেন। আগে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার অভিযানের জন্যও গান বেঁধেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত সাহাকে নিয়েও গান গেয়ে ভোট প্রচারে নেমেছিলেন। সুব্রত সাহার অকাল প্রয়াণে এবার মুর্শিদাবাদের শিল্পপতি বাইরন বিশ্বাস কংগ্রেস থেকে প্রার্থী হতে  তাঁকে নিয়েই গান রচনা করেছেন ইসলাম। সুরেলা সেই গান এখন সাগরদিঘির মানুষের মুখে মুখে ঘুরেছে।

    প্রার্থী বাইরন বিশ্বাস জানান, “আমি শুনেছি আমাকে নিয়ে একজন টোটো চালক খুব সুন্দর গান বেঁধেছেন ও সেই গান এখন সাগরদিঘির মানুষের মুখে মুখে ফিরছে।ওই গানের একটি লাইন 'জোড়া ফুলের পরিবর্তে, ভোট দিব গো জোট দলে' এখন সাগরদিঘির স্লোগান হয়ে গিয়েছে। এই গান রচনার জন্য আমি বা আমার দলের তরফ থেকে কেউ টোটো চালক ইসলাম শেখের সঙ্গে যোগাযোগই করিনি। কিন্তু আমি জেনেছি উনি কংগ্রেসকে ভালবেসে গান রচনা করেছেন। আমি ওঁর সঙ্গে দেখা করব।”কৌশিক অধিকারী

    First published:

    Tags: Murshidabad